<p>বিএনপি-জামায়াত চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এত দিন দুটি দল এত বছর ধরে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। ১০ দিন না যাইতে একজন আরেকজনকে চাঁদাবাজ ডাকছে। আরেকজন আরেকজনকে স্বাধীনতাবিরোধী ডাকতেছে। এরা যে চাঁদাবাজ আপনারা আগে জানতেন না? নাকি নতুন করে চাঁদাবাজ হয়েছে? আর এরা যে স্বাধীনতাবিরোধী আপনারা আগে জানতেন না? এত বড় পরিবর্তনের পর আমরা সেই আগের রাজনীতি, ঝগড়াঝাঁটিতে ফিরে যাচ্ছি। চরিত্র নিয়ে কথা বলছি। এ জন্যই আমরা বলছি পুরোপুরি পরিবর্তন লাগবে।</p> <p>শুক্রবার (৩ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা এবি পার্টির ব্যানারে লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারের হলরুমে এ আয়োজন করা হয়। এর আগে বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা মাঠে জেলা এবি পার্টির গণসমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p>কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে এমনটাও বলছেন। কেউ কেউ ক্ষমা করে দেওয়ার কথা বলছেন। মাসখানেক অপেক্ষা করেন। এমন এমন প্রমাণ পাবেন, আপনারা নিজেরাও বলবেন এই আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না। এমন তথ্য-প্রমাণ উঠে আসবে। আওয়ামী লীগের লোক ও পুলিশ অফিসাররাই স্বীকার করবে— কাকে কখন অর্ডার দিয়ে মারা হয়েছে। কাকে কখন তুলে নিয়ে যাওয়া হয়েছে। যারা এখন নিষিদ্ধ করা যাবে না বলছেন, তখন তারা কী বলবেন। আমরা তো নিষিদ্ধের কথা বলছি না। আমরা বলছি বিচার করার জন্য। বিচারেই দেখা যাবে কী হয়।</p> <p>জেলা এবি পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।</p> <p>জেলা কমিটির সদস্যসচিব চৌধুরী মশিউল আলম সাকিবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্যা টুটুল, যুক্তরাজ্য এবি পার্টির যুগ্ম সদস্যসচিব মো. মুজাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক প্রমুখ।</p>