<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর কামরাঙ্গীর চরে ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় ঘুমন্ত অবস্থায় কারখানার দুই শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তাঁরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরের অজি উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) এবং একই এলাকার আলাউদ্দিনের ছেলে মো. মোহন (১২)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক (এসআই) মো. মুছা জানান, গত শনিবার দুপুরে খবর পেয়ে কামরাঙ্গীর চরের কয়লাঘাটের শহিদুল্লাহর বাড়ি সাধন ভিলার নিচতলার কক্ষ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার রাতে তাঁদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি জানান, গত শুক্রবার রাতে ওই কারখানায় ছারপোকা মারতে কক্ষের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। রাতে রুটি খেয়ে দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন দুই শ্রমিক। পরদিন শনিবার দুপুরে শ্রমিক নাঈমের স্বজন রিয়াজ তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে দুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের এই কর্মকর্তা জানান, ছারপোকা তাড়ানোর ওষুধের বিষক্রিয়ায় নাকি অন্য কোনো কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।</span></span></span></span></span></p>