<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এ সময় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। গতকাল রবিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম জানান, আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্য সংগ্রহ করবেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধনকেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণ) করা হবে। এ সময় ২০০৮ সালের ১ জানুয়ারি বা এর আগে যাঁদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাঁদের নিবন্ধন করা হবে।</span></span></span></span></span></p>