<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তাঁর স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। গতকাল ঢাকার সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬১০ কোটি টাকা এবং ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দুটি করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার অভিযোগে বলা হয়, শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। তিনি তাঁর ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা ও ২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন করেন। মোট ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও পাঁচ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফরিন তাপসের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, তিনি তাঁর স্বামী শেখ ফজলে নূর তাপসের সহায়তায় আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ ছয় কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>