<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর দারুস সালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. সাব্বির হোসেন (২১), মো. রাব্বি হাওলাদার (২০) ও মো. সবুজ হোসেন (২০)। গতকাল রবিবার ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত শনিবার রাতে দারুস সালাম থানাধীন দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></p> <p> </p>