খুলনার আধুনিক রেলস্টেশন এলাকায় একসময় ছিল ৯টি পুকুর। আজ সেখানে দাঁড়িয়ে আছে ভবন ও রেললাইন। গোলাম মওলার পুকুরসহ প্রায় ২৫টি পুকুর ছিল নগরীর কেডিএ এভিনিউতে। আজ সেখানে প্রশস্ত সড়ক ও বহুতল ভবন।
খুলনা
নামে পুকুর বাস্তবে ভবন
- বেলার সাত সুপারিশ
এইচ এম আলাউদ্দিন, খুলনা

মাহবুব সিদ্দিকী ‘বাংলাদেশে বিলুপ্ত দীঘি-পুষ্করিণী-জলাশয়’ বইয়ে খুলনার হারিয়ে যাওয়া ৮০টি পয়েন্টে শতাধিক বিলুপ্ত পুকুর ও দীঘির কথা উল্লেখ করেছেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার পক্ষ থেকে কেসিসির কাছে তথ্য অধিকার আইনে খুলনা শহরের পুকুরের তালিকা চাইলে ১১টি পুকুরের তালিকা দেওয়া হয়েছিল। তবে কেসিসি গত বছর একটি প্রকল্পের আওতায় নগরীর ২৩টি পুকুরের তালিকা করে। তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা হাউজিং অনাপত্তি না দেওয়ায় তাদের কয়েকটি পুকুর বাদ রেখেই কাজ এগিয়ে নিচ্ছে কেসিসি।
কেসিসির স্থপতি রেজবিনা রিক্তা বলেন, পুকুর সংরক্ষণের ওই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জমি অধিগ্রহণ এবং এনওসি একটি বড় চ্যালেঞ্জ।
চার মাস ধরে নগরীর ৩১টি ওয়ার্ড ঘুরে ১৭১টি পুকুরের তথ্য সংগ্রহ করেছেন বেলার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। এখনো আরো অনেক পুকুরের সন্ধান মিলবে উল্লেখ করে তিনি বলেন, এখনো উদ্যোগী হলে অন্তত এসব পুকুর রক্ষা বা সংরক্ষণ করা সম্ভব।
সচেতন নাগরিক কমিটি-সনাক খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, ব্যক্তিমালিকানাধীন পুকুরগুলো সংরক্ষণে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরই রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া যেতে পারে।
অবশ্য নগরীর পুকুরগুলো দখল করে ভবন হয়ে যাওয়ার পেছনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বা কেডিএর দিকে অভিযোগের তীর নগরবাসীর। জমির শ্রেণি পরিবর্তন করে কেডিএতে আবেদন করে নকশা অনুমোদন করিয়ে সেখানে রাতারাতি বহুতল ভবন তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাগরিক নেতারা।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান রহিম বলেন, কেডিএ, কেসিসি, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক পুকুর-জলাশয় ভরাট হয়ে যাচ্ছে।
কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ জানান, যারা জলাশয়ের ওপর অননুমোদিত ভবন নির্মাণ করেছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মাঠ পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মাহফুজুর রহমান মুকুল বলেন, অনেক পুকুর সংরক্ষণ বা ব্যবহারযোগ্য না করার পাশাপাশি যেমন অযত্নে পড়ে আছে তেমনি অনেক গুরুত্বপূর্ণ পুকুর ও জলাশয়কে ডাস্টবিন বানানো হয়েছে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা মহানগরীতে অনেক পুকুর বা জলাশয় আছে সেগুলো অবহেলিত ও উপেক্ষিত। বর্তমানে যে পুকুর বা জলাশয় রয়েছে, সেগুলো সংস্কার করে সংরক্ষণ করা হবে।
বেলার সুপারিশ
গত বুধবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে বেলার পক্ষ থেকে পুকুর সংরক্ষণে সাত দফা সুপারিশ করা হয়। সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো এলাকাভিত্তিক গুরুত্বপূর্ণ পুকুর বাছাই করে তা স্থানীয় জনগোষ্ঠী ও স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা, ব্যক্তিগত পুকুর অধিগ্রহণ করে সরকারিভাবে সংরক্ষণ, জলাধার সংরক্ষণ আইনের বাস্তবায়ন, স্থানীয়ভাবে জনকল্যাণে প্রয়োজনী পুকুরগুলো লিজমুক্ত করা এবং কৃত্রিমভাবে মাছ চাষ বন্ধ করা প্রভৃতি।
সম্পর্কিত খবর

বগুড়ার দুই স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জিলা স্কুলে রজত জয়ন্তী মিলনমেলায় একত্র হয়েছেন বিদ্যালয়ের ২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো গাবতলী উপজেলাধীন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নেন জিলা স্কুল এবং পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
‘শিক্ষার প্রাঙ্গণে স্মৃতির দেখা, প্রজন্মে প্রজন্মে বন্ধনের রেখা’ এই স্লোগান সামনে রেখে আয়োজিত পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এয়ার কম্প্রেসর বিস্ফোরণে নিহত ১
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে হাওয়া দেওয়ার এয়ার কম্প্রেসর মেশিন বিস্ফোরণে মো. জামসেদ আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত ও দুই চালক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আগানগর এলাকার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল দুপুরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে উপজেলার আগানগর এলাকায় মো. জামসেদ আলমের গ্যারেজ দোকানে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে দোকানটি লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দোকানের মালিক জামসেদ আলম ঘটনাস্থলেই নিহত হন।

বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার
কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বিলুপ্তপ্রায় স্ট্রিজিডি প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করা হয়েছে। উপজেলার হাসানপুর ইউনিয়নের কাকিলাখালী গ্রামের কলেজছাত্র সৌম্য দাস স্থানীয় একটি বাগান থেকে আহতাবস্থায় ওই প্যাঁচাটি উদ্ধার করেন। গতকাল বুধবার দুপুরে তিনি আহত প্যাঁচাটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে নিয়ে আসেন। প্যাঁচাটি পা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বাগানে ভেতর পড়ে ছিল।

লক্ষ্মীপুরে ছয় বছরের শিশু গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গৃহকর্তা অহিদকে লক্ষ্য করে গুলি করলে গুলি আবিদা সুলতানা (৬) নামের তাঁর ভাতিজির পেটে বিদ্ধ হয়। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাছারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসী ইউছুফ ও অনুসারীরা গৃহকর্তা অহিদকে বাড়ি থেকে চলে যেতে বলে।