<p>বাইডেন প্রশাসন ইউএস কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির বিষয়ে অবহিত করেছে। ভার্জিনিয়ার একটি আমেরিকান সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস শুক্রবার দুটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। যার মধ্যে যুদ্ধবিমান এবং আক্রমণকারী হেলিকপ্টারগুলোর জন্য যুদ্ধাস্ত্র রয়েছে বলে জানা গেছে।</p> <p>তবে এ ধরনের চুক্তির জন্য হাউস এবং সেনেট কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ড্রোনের হুমকি থেকে রক্ষার ক্ষেত্রে যুদ্ধবিমানের জন্য আর্টিলারি শেল এবং এয়ার টু এয়ার মিসাইল অন্তর্ভুক্ত। স্টেট ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। অ্যাক্সিওসের মতে, প্যাকেজটিতে ছোট বোমাসহ ওয়ারহেডও রয়েছে।</p> <p>এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস বলেছে, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন ইসরায়েলের নাগরিকদের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর আগ্রাসন রোধে যা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ </p> <p>গাজায় ১৫ মাসের পুরনো ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা এখনও ব্যর্থ। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি দায়িত্ব ছেড়ে দিবেন এবং ডোনাল্ড ট্রাম্প তার স্থলাভিষিক্ত হবেন।</p> <p>সূত্র : রয়টার্স<br />  </p>