<p>টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অতিরিক্ত সময়ের  গোলে তারা হারিয়েছে গত মৌসুমের রানার্সআপ মোনাকোকে। </p> <p>ম্যাচটি ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য নির্মিত অস্থায়ী স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলই গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই গোল করতে পারেনি। তবে, অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে একমাত্র গোলে পিএসজি জয়ের স্বাদ পায়। ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে সহজেই গোল করেন উসমান দেম্বেলে।</p> <p>এটি ছিল পিএসজির জন্য ফ্রেঞ্চ সুপার কাপের ১৩তম শিরোপা। আর শেষ ১২ বছরে তাদের এটি ১১তম শিরোপা। গত মৌসুমের লিগ রানার্সআপ মোনাকোকে হারিয়ে এই শিরোপা জিতেছিল  পিএসজি।</p> <p>মোনাকো গত ২৫ বছরে আর কোনো ফ্রেঞ্চ সুপার কাপ জেতেনি। তাদের সর্বশেষ শিরোপা ছিল ২০০০ সালে, এরপর ২০১৭ ও ২০১৮ সালে রানার্সআপ হয়েছিল তারা, তবে দুই বারই পিএসজির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।</p>