<p>চ্যাম্পিয়নস লিগে গোল-উৎসবে মেতেছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫–১ গোলের বিশাল জয় পেয়েছে বায়ার্ন। অন্যদিকে, অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে ৩–০ গোলের সহজ জয় তুলে নিয়েছে পিএসজি।</p> <p><img alt="১ি" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/11/my1198/DFTG.jpg" width="1000" /></p> <p>বায়ার্নের ম্যাচে শাখতার প্রথমেই এগিয়ে গেলেও কনরাড লাইমারের সমতা ফেরানো গোল থেকে শুরু হয় বাভারিয়ানদের দাপট।  টমাস মুলারের গোলে বাভারিয়ানরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। এর মাঝে জালের দেখা পান জামাল মুসিয়ালা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আতালান্তার প্রতিরোধ ভেঙে রিয়ালের রোমাঞ্চকর জয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733885142-aea473d17a4d6984fae986dd5156c444.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আতালান্তার প্রতিরোধ ভেঙে রিয়ালের রোমাঞ্চকর জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/11/1456240" target="_blank"> </a></div> </div> <p>নিয়েদের মাঠে পঞ্চম মিনিটে এগিয়ে যায় শাখতার। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু বল ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলটি করেন কেভিন। বায়ার্ন সমতা ফেরায় একাদশ মিনিটে। বক্সে বল ক্লিয়ার করতে পারেনি শাখতারের এক ডিফেন্ডার। ডান পায়ের শটে জালে পাঠান অস্ট্রিয়ান মিডফিল্ডার লাইমার। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন মুলার। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় বাভারিয়ানরা। </p> <p>দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ওলিসে। বক্সে শাখতারের ডিফেন্ডার আলার হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৮৭তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে গোলে স্কোরলাইন ৪-১ করেন মুসিয়ালা। আর যোগ করা সময়ে নজরকাড়া গোলে স্বাগতিকদের কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন ওলিসে।</p> <p>৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/11/my1198/SWFSDGDFH.jpg" width="1000" /></p> <p>অন্য ম্যাচে সালজবুর্গের বিপক্ষে ৩০ মিনিটে রামোসের গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে নুনো মেন্ডেস ও দু’র গোলে ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। </p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/11/my1198/RETGRUHJ.jpg" width="1000" /></p> <p>এদিকে, নাটকীয় ম্যাচে লাইপজিগকে ৩–২ গোলে হারিয়ে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। অন্য ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলানকে ১–০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে লেভারকুসেন।</p> <p><strong>এক নজরে ফলাফল</strong><br /> শাখতার দোনেৎস্ক ১–<strong>৫ বায়ার্ন মিউনিখ</strong><br /> সালজবুর্গ ০–<strong>৩ পিএসজি</strong><br /> <strong>লেভারকুসেন ১</strong>–০ ইন্টার মিলান<br /> আতালান্তা ২–<strong>৩ রিয়াল মাদ্রিদ</strong><br /> জিরোনা ০–<strong>১ লিভারপুল</strong><br /> <strong>ক্লাব ব্রুগা ২</strong>–১ স্পোর্তিং লিসবন<br /> লাইপজিগ ২–<strong>৩ অ্যাস্টন ভিলা</strong><br /> <strong>ব্রেস্ত ১</strong>–০ পিএসভি আইন্দহফেন<br /> দিনামো জাগরেব ০–০ সেল্টিক।</p>