<p style="text-align:justify">চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে’ তাকে লন্ডনে নেওয়া হবে। </p> <p style="text-align:justify">এর আগে লন্ডন যাত্রার সব প্রস্তুতি শেষ হওয়ার মধ্যে গতকাল রবিবার রাত ৯টায় রাজধানীর গুলশানে তার বাসা ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন খালেদা জিয়া।</p> <p style="text-align:justify">‘ফিরোজা’ থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে লন্ডনযাত্রার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি… তার চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।</p> <p style="text-align:justify">খালেদা জিয়া কবে নাগাদ ফিরবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা চিকিৎসকরা বলতে পারেন। আমরা তো বলতে পারি না। আমরা আশা করি, উনি চিকিৎসা শেষে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বুধবার থেকে রাতে শীত আরো বাড়বে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736141928-a0eac09f4caaef352b67d76d29f39368.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বুধবার থেকে রাতে শীত আরো বাড়বে</p> </div> </div> </div> </div> </div> <p style="text-align:justify">কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন। ওই বিমানে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা-সংবলিত এয়ার অ্যাম্বুল্যান্স রয়েছে।<br />  </p>