<p>সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরো ছয়জন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।</p> <p>আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব আবুল হায়াত মো. রফিক।</p> <p>নিয়োগপ্রাপ্তরা হলেন অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।</p> <p>সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে তাদের সানুগ্রহ নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।</p> <p>এর আগে দুই ধাপে ৮ জন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ৬ জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা হলো ১৪ জন।</p>