ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

শপথ নিলেন পিএসসির নতুন সাত সদস্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শপথ নিলেন পিএসসির নতুন সাত সদস্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া সাত সদস্য শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রবিবার বেলা সোয়া ১১টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
 
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন।

আরো পড়ুন
‘আজ আম্মু কাঁদবে আর বলবে মুগ্ধটা আর বাড়ি ফিরবে না’

‘আজ আম্মু কাঁদবে আর বলবে মুগ্ধটা আর বাড়ি ফিরবে না’

 

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

আরো পড়ুন
ফিলিস্তিন নিয়ে হাসনাতের পোস্ট

ফিলিস্তিন নিয়ে হাসনাতের পোস্ট

 

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই কাল পর্যন্ত তারা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

এখন পিএসসির সদস্যসংখ্যা হচ্ছে ১৫ জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

মন্তব্য

সম্পর্কিত খবর

তরুণীকে মারধর, সেই কফি হাউসের ২ কর্মচারী রিমান্ডে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তরুণীকে মারধর, সেই কফি হাউসের ২ কর্মচারী রিমান্ডে
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউসে এক তরুণীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার প্রতিষ্ঠানের দুই কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আপন কফি হাউসের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

আরো পড়ুন
বাসে উঠলেই পকেটমার আতঙ্ক, রক্ষা মিলবে যেভাবে

বাসে উঠলেই পকেটমার আতঙ্ক, রক্ষা মিলবে যেভাবে

 

এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপপরিদর্শক মো. মহসিন।

আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।  

আরো পড়ুন
হাসনাতের সতর্কবার্তা, বললেন—‘সাবধান হয়ে যান’

হাসনাতের সতর্কবার্তা, বললেন—‘সাবধান হয়ে যান’

 

এ ঘটনায় গতকাল তাদের আটক করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেয় রামপুরা থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, আপন কফি হাউসে গত ১১ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতপরিচয় এক তরুণীর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়।

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেন।

মন্তব্য

সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি বিও শেয়ারের ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এ দিন দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সস্পত্তি জামানত হিসেবে মর্টগেজ দিয়ে বেসিক ব্যাংকের কাওরান বাজার শাখা থেকে ১০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান চলছে।

অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার অনুসারে প্রতিজন ঋণগ্রহীতাকে গৃহ ঋণ বাবদ সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ প্রদান করার বিধান থাকলেও তার নাবালক সন্তান রওশন শিপারিন মেঘমালা ও মোরসালিন ইসলাম সৌরদীপের প্রত্যেকের নামে দুই কোটি টাকা করে চার কোটি টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে নিজ নামের হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর শাস্তিযোগ্য অপরাধ। সুষ্ঠু তদন্তের স্বার্থে মোরসালিন ইসলাম সৌরদীপের শেয়ারসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

মন্তব্য

তরুণীকে মারধর : আপন কফি হাউসের ম্যানেজারসহ দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তরুণীকে মারধর : আপন কফি হাউসের ম্যানেজারসহ দুজন রিমান্ডে
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপপরিদর্শক মো. মহসিন তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

এর আগে গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইন ও দণ্ডবিধির ৩২৩ ধারায় মামলা করে রামপুরা থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, আপন কফি হাউসে গত ১১ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতপরিচয় এক তরুণীর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণসহ শরীরের হাত দেন।

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেন।

মন্তব্য

৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ
সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণ-আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

আরো পড়ুন
মানবতাবিরোধী অপরাধ : নৌবাহিনীর সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ : নৌবাহিনীর সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

 

এই তিন পুলিশ কর্মকর্তার বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলার তদন্ত শেষ পর্যায়ে। এ মাসে রিপোর্ট দাখিল করতে পারব।

তাদের তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।’

অন্যদিকে চট্টগ্রামে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে ৭ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের পর প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘গত ১৬ ও ১৮ জুলাই চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা করে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে থেকে এই হামলা চালিয়েছে।

এতে ১১ জন শহীদ হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৪০০ জন।’

আরো পড়ুন
এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন

 

তিনি আরো বলেন, ‘এই হামলায় অংশ নিয়ে ২৫ রাউন্ড গুলি করেছে তৌহিদ।’ এ মামলায় গত ২৫ মার্চ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ