দেশের আট বিভাগে অধস্তন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের বিচারপতিদের দিয়ে ১৩টি পর্যবেক্ষণ কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচরাপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন গত ১০ এপ্রিল এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন রুলস), ১৯৭৩ অনুযায়ী অধস্তন আদালত পর্যবেক্ষণের জন্য কমিটিগুলো গঠন করা হয়েছে।
কমিটিকে সাচিবিক সহায়তা দিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৩ কর্মকর্তাকে যুক্ত রাখা হয়েছে কমিটিগুলোতে।
কমিটির দায়িত্বে আছেন যাঁরা
জ্যেষ্ঠতা অনুসারে বিচারপতিদের নামের পাশে বিভাগ এবং জেলার নাম উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সে অনুসারে প্রথমেই আছেন বিচারপতি মো. হাবিবুল গনি। তাঁকে রাজশাহী-২-এর বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ জেলার আদালত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগের (বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা) দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি জে বি এম হাসানকে। ঢাকা-১ বিভাগের (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) দায়িত্বে আছেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। খুলনা-১ বিভাগের (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল) আদালত পর্যবেক্ষণ করবেন বিচারপতি মাহমুদুল হক। আর খুলনা-২ বিভাগের (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা) দায়িত্বে বিচারপতি মো. জাফর আহমেদ এবং ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) বিচারপতি রাজিক আল জলিল দায়িত্ব পালন করবেন।
ঢাকা-২ বিভাগের (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর) দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি ফাতেমা নজীবকে। চট্টগ্রাম-১ বিভাগের (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) দায়িত্বে বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।