দুই বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদ হয়েছে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। বিচ্ছেদ নিয়ে অবশ্য দুজনেই এখনো নীরব। তামান্না ও বিজয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ে নিয়ে সমস্যা বেঁধেছিল দুজনের মধ্যে। তামান্না বিয়ে করে থিতু হতে চান।
তামান্না-বিজয়ের বিচ্ছেদের আড়ালে কে এই নারী?
অনলাইন ডেস্ক

তবে এরই মধ্যে আরো একটি গুঞ্জন ছড়ায়। তামান্না-বিজয়ের বিচ্ছেদের পেছনে নাকি রয়েছেন এক নারী। তার প্রভাবেই নাকি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তামান্না।
এই নারী আর কেউ নন, তিনি দক্ষিণী তারকা চিরঞ্জীবী। তামান্না ও তার পরিবারের খুবই ঘনিষ্ঠ চিরঞ্জীবী। এমনকি কিছু ক্ষেত্রে তামান্না অভিভাবকের জায়গাও দিয়েছেন চিরঞ্জীবীকে।
দক্ষিণী এই তারকাই নাকি তামান্নাকে পরামর্শ দিয়েছিলেন, বিচ্ছেদের খবর প্রকাশ করার জন্য।
যদিও এক জ্যোতিষী দাবি করেছেন, এখনো পরস্পরকে ভালবাসেন তামান্না ও বিজয়। পরস্পরের সান্নিধ্যও তারা পছন্দ করেন, তাই একই জায়গায় রং খেলেছিলেন তারা। রাবিনা টান্ডনের বাড়িতে তার মেয়ে রাশার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন দুজনে।
দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তামান্না ও বিজয়। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনের প্রেম শুরু। সেই ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তারা। সেই রসায়নও দর্শকের পছন্দ হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে পরস্পরের হাতে হাত রেখে তারা পৌঁছে যেতেন। তাদের রসায়নেও মুগ্ধ ছিলেন অনুরাগীরা।
সম্পর্কিত খবর

আমার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই : ইমান ইসমাইল
বিনোদন ডেস্ক

গত মঙ্গলবার ভারতের কাশ্মীরে নেমে আসে এক কালো ছায়া! সেখানকার পেহেলগামে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এ ঘটনায় ক্ষুব্ধ পুরো ভারত, সাধারণদের পাশাপাশি শোক ও নিন্দা প্রকাশ করেছেন বলিউড তারকারাও।
এ ঘটনায় নিন্দাকে সঙ্গে নিয়েই পাকিস্তানি অভিনেতাদের বয়কট করার ডাক উঠেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিজে; বাদ নেই দক্ষিণী ইন্ডাস্ট্রিজও। আর এই বয়কটের মুখে পড়ে রীতিমতো বিপাকে দক্ষিণী অভিনেত্রী ইমান ইসমাইল।
এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই বিতর্কের বিরুদ্ধে মুখ খুললেন ইমান নিজেই। ইনস্টাগ্রামে এক পোস্ট করে অভিনেত্রী স্পষ্ট জানালেন, ‘ইন্টারনেটে যা রটেছে, তা একেবারেই বিভ্রান্তিকর।
সেই ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী ইমান আরো লেখেন, ‘প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পেহেলগামে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা রইল। আর এবার বলতে চাই।
অভিনেত্রী লেখেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমার এবং আমার পরিবারের সঙ্গে পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারতকন্যা। হিন্দি, তেলুগু, গুজরাটি এবং ইংরেজি বলতে পারি।

শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্য সেন’
বিনোদন প্রতিবেদক

ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্য সেন’। আগামী ২৯ এপ্রিল, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তার আগে ২৭ ও ২৮ এপ্রিল হবে নাটকটির মহড়া।
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক।
গত বছর দিল্লিতে নাটকটির দুটি প্রদর্শনী হয়। সেখানেও বেশ প্রশংসা কুড়ায়।
এ নাটকের চরিত্র সংখ্যা প্রায় ৪০টি। এসব চরিত্র হলো সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন, বাঙালি উকিল প্রমুখ। এসব চরিত্র রূপায়ণ করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুনুর রশীদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, রবিউল মিলটন, আল আমিন, সুমন ঘোষ, নিপা প্রমুখ।
নাটকটির লাইট ডিজাইন এবং প্রক্ষেপণে রয়েছেন জাকারিয়া কিরন, সংগীতায়োজনে রয়েছেন আবুল বাশার সোহেল।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ফোনে হিরো আলমের হুমকি, আইডি হারালেন কনটেন্ট ক্রিয়েটর (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক

হিরো আলমকে নিয়ে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভি রিয়াজ। তিনি হিরো আলমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জিডিটা করেছি হিরো আলম আমাকে হুমকি দিয়েছেন তাই। তিনি আমার কিছু করতে না পারলে এই ঢাকা শহরে তিনি থাকবেন না।
তিনি বলেন, ‘এখন আমি প্রায় দীর্ঘ ১৩ বছর ধরে ইউটিউব বিং করি। তিনি আমাকে হুমকি দেওয়ার এক দিন পর আমার ফেসবুক পেজ নষ্ট করে দিয়েছেন।
বিস্তারিত ভিডিওতে...

কক্সবাজারে নতুন হল, শুক্রবার থেকে চলবে ‘বরবাদ’ ও ‘জংলি’
বিনোদন প্রতিবেদক

কক্সবাজারকে বলা হয় আধুনিক পর্যটননগরী। সমুদ্রসৈকত ছাড়া সেখানে এখন পর্যন্ত অন্য কোনো বিনোদনকেন্দ্র নেই। তবে নতুন খবর হলো, বিনোদনের জন্য কক্সবাজারে চালু হচ্ছে নতুন সিনেমা হল। কক্স থ্রিডি নামের এই সিনেমা হল গত ঈদের আগেই যাত্রা শুরু করেছে।
প্রথম দিনেই এই সিনেমা হলে চলবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘বরবাদ’ ও সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র ‘জংলি’। এরই মধ্যে সমুদ্র শহরে পোস্টার টানানো হয়েছে।
সিনেমা হল সংশ্লিষ্টরা বলছেন, একজন চীনা ব্যক্তির উদ্যোগে সুগন্ধা পয়েন্টের কাছে এই সিনেমা হলটি চালু করা হয়েছে। এই হলে একই সঙ্গে একাধিক চলচ্চিত্র প্রদর্শন করা সম্ভব।
এই সিনেমা হলের সিইও মিস্টার ওয়াং। তিনি বলেন, ‘আমি এই দেশের মানুষকে ভালোবেসে ফেলেছি।
কক্স থ্রিডিতে কর্মরত অলি বলেন, ‘এখানে মূলত থ্রিডি, ফোর ডি, ফাইভ ডি চলচ্চিত্রগুলোই প্রদর্শন করা হবে। এখানে মোট ২২টি কক্ষ রয়েছে, যার আসন সংখ্যা ১ হাজারের বেশি।