<p>জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শাখা ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক মারধরের ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে প্রক্টর বরাবর অভিযোগপত্র জমা দেন শিক্ষার্থীরা। </p> <p>এ সময় শিক্ষার্থীরা আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই, ছাত্র রাজনীতি চলবে না, চলবে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন।</p> <p>অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী মো. জিহান বলেন, আমি এবং আমার এক বন্ধু আইইআর ভবনের দ্বিতীয় তলায় দাঁড়িয়ে গল্প করছিলাম। তখন নিচে ছাত্রদলের সদস্যরা নিজেদের বিষয় নিয়ে বাকবিতণ্ডা করছিল। আমরা তাদের বাকবিতণ্ডা দেখতেছি এবং আমাদের গল্পও করছিলাম, তখন আমাদের হাতে মোবাইল ছিল।</p> <p>সেই মোবাইল দেখে সবাই আমাদের মারতে আসে। যদিও অনেকেই ছিল তারা দৌড়ে সরে গেছে, তবে আমি এবং আমার বন্ধু যাইনি। তখন ছাত্রদলের সদস্য রাইয়ানসহ (পদার্থ বিজ্ঞান বিভাগ ১৭তম ব্যাচ) ২০-৩০ জন এসে আমাকে লাথি এবং থাপ্পড় দেয়, পাশাপাশি গা ধাক্কা দেয়। </p> <p>তিনি আরো বলেন, আমাকে থাপ্পড় মারার পূর্বে আমি চিৎকার করে বলতেছিলাম আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের স্টুডেন্ট। আমি ভিডিও করি নাই। আপনারা আমার মোবাইল চেক করেন। লক খুলে দেই।  তা না শুনে আমাকে মারতে শুরু করে।</p> <p>পরে আমি কান্না করতে করতে চলে আসছি এবং নিজেকে মনে হলো আমার বিশ্ববিদ্যালয়ে আমি অসহায় এবং আমি নিরাপদ নই। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত ছাত্রদল নেতা রায়হানসহ জড়িতদের বহিষ্কার করার জোর দাবি জানান। </p> <p>এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, অভিযোগ পেয়েছি। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।</p>