<p style="text-align:justify">কুমিল্লার নাঙ্গলকোটে দেশীয় একটি এলজি, চার রাউন্ড কার্তুজসহ জসিম উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢালুয়া ইউপির চৌকুড়ি বাজার এলাকায় তাকে আটক করা হয়। তিনি পার্শ্ববর্তী সাতবাড়িয়া গ্রামের বছির উদ্দিনের ছেলে।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, অস্ত্রধারী ৪ জন যুবক বৃহস্পতিবার সকালে চৌকুড়ি গ্রামের নজির আহম্মেদকে (৫৫) খুঁজতে থাকে। পরে বাজারের লোকজন একত্র হয়ে তাদের ধাওয়া করলে ৩ জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা জসিম উদ্দিনকে গুলিভর্তি একটি এলজিসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাকে আটক করে নিয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৪৩তম বিসিএস থেকে ২২৭ জন বাদ পড়ার কারণ জানাল সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735817246-e0da419712736c80dd38024d8dfeca6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৪৩তম বিসিএস থেকে ২২৭ জন বাদ পড়ার কারণ জানাল সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/02/1464140" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নাঙ্গলকোট থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘এক যুবককে অস্ত্রসহ স্থানীয়রা আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।’</p> <p style="text-align:justify">নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৈকত বলেন, ‘অস্ত্রধারী যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p style="text-align:justify">নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’</p>