<p>সম্প্রতি কমলাপুর রেলস্টেশনের অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। এ নিয়ে চলছে সমালোচনা। এর আগেও প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল ভেসে উঠেছিল।</p> <p>গত শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক এর কারণ খুঁজতে তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।</p> <p>ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735563666-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/30/1463081" target="_blank"> </a></div> </div> <p>তবে বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে কোনো ডিভাইস দিয়ে এটা করা সম্ভব নয়। অভ্যন্তরীণ লোক ছাড়া এটা অসম্ভব।</p> <p>তারা জানিয়েছে, এসব মনিটর ইন্টারনেট নিয়ন্ত্রিত কোনো ডিভাইস নয়। এটা সম্পূর্ণ রূপে ইন হাউস বা ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে হয়। এটা মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক অফলাইন এলইডি পদ্ধতি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735556344-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/30/1463049" target="_blank"> </a></div> </div> <p>এর আগে গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল।</p>