<p>ফেনী সদরের বড় মসজিদের নামাজের সময় দেখানো স্ক্রিনের ‘জয় বাংলা, আওয়ামী লীগ আবার ফিরে আসবে’ লেখা দেখা যাওয়ায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় মসজিদের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।</p> <p>সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মুসল্লিরা নামাজ পড়ে বের হওয়ার পর মসজিদের স্কিনে এ লেখা দেখা যায়। মুসল্লিরা উত্তেজিত হয়ে মসজিদ কমিটির সদস্যদের খুঁজতে থাকেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন : শামা ওবায়েদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735555051-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন : শামা ওবায়েদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/30/1463041" target="_blank"> </a></div> </div> <p>তবে মসজিদের ম্যানেজার নূর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু জানেন না বলে জানান। এ খবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছেন।</p> <p>এ সময় মসজিদ কমিটির কেউ উপস্থিত ছিলেন না। ছাত্রনেতারা ফেনী জেলা প্রশাসককে জানালে তিনি ফেনী সদর ইউএনও কান্তা ও ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মুসল্লি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদের কারণে মসজিদের ম্যানেজার নূর নবী জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মডেল থানা পুলিশ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735556344-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/30/1463049" target="_blank"> </a></div> </div> <p>বৈষম্যবিরোধী ছাত্রনেতা ওমর ফারুক জানান, ফেনী ১ আসনের  সাবেক এমপি নিজাম হাজারী ও সাবেক ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম মিয়াজীর গুণ্ডারা এসব কাজে লিপ্ত। হাসিনা সরকার পালানোর পর তারা নানা ধরনের যড়ষন্ত্র করছে।</p> <p>এ ব্যাপারে মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘সোমবার দুপুরে মসজিদের স্ক্রিনে নামাজের সময়ের পরিবর্তে জয় বাংলা, আওয়ালী লীগ আবার ফিরে আসবে লেখাটি দেখে এবং ঘটনাস্থল পরিদর্শনে যাই। ঘটনার সত্যতা মিলেছে। যড়ষন্ত্রকারীরা ফেনীকে অশান্ত করার চক্রান্ত চেষ্টা করছে। এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য  মসজিদে তত্ত্বাবধায়ক নূর নবীকে আটক করা হয়েছে।’</p>