গত বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। মুক্তির পর থেকেই বেশ আলোচনায় উঠে আসে সিনেমাটি। দর্শকপ্রিয়তাও পাচ্ছে। তাই দর্শক চাহিদা মেটাতে এবার সিনেমা হলের চলার পাশাপাশি টেলিভিশনের পর্দায় আসছে ‘৮৪০’।
আ. লীগের দুঃশাসন নিয়ে ছবি বানিয়ে হুমকির মুখে তিশা
বিনোদন ডেস্ক

সংবাদ সম্মেলনে তিশা জানান, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে হুমকি পেয়েছিলেন তিনি। সেই সঙ্গে অভিনেত্রীর ফোন নম্বরটাও ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সিনেমাটি দর্শক পছন্দ করছে এটাই তার জন্য বড় বিষয়।
টিভির পর্দায় সিনেমা মুক্তি প্রসঙ্গে তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে- এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি।
৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে একযোগে ধারাবাহিকভাবে এই সিরিজটি সম্প্রচার হবে, শেষ হবে ১০ জানুয়ারি। এর মধ্যে চ্যানেল আইয়ে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টায় ও পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়।
সিনেমা তথা সিরিজটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ-প্রযোজক ফরিদুর রেজা সাগর। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা ছিলেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনায় পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপে ছিলেন খাইরুল ইসলাম।
সম্পর্কিত খবর

ট্রেন্ডিংয়ে শীর্ষে যে নাটক কাঁদিয়েছে দেশ-বিদেশের দর্শকদের
বিনোদন প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’। যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্পে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে।
ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকেল উন্মুক্ত হয় ‘তোমাদের গল্প’। চার দিনে এটি দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি।
শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা।
দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। তাদের বিশেষণে এটি, ‘এক কথায় অসাধারণ’, ‘পুরস্কার পাওয়ার মতো’, ‘শ্রেষ্ঠ নাটক’।
পশ্চিমবঙ্গ থেকে একজন ভারতীয় দর্শক লিখেছেন, ‘এত সুন্দর একটি গল্প। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর। এমন নাটক আমরা আরো দেখতে চাই।
মাসুদ আলম নামের একজন কলকাতার মালদা জেলা থেকে নাটকটি দেখে লিখেছেন, ‘এরকম পারিবারিক ঈদ নাটক একটাও দেখিনি। অসম্ভব সুন্দর হয়েছে। শেষ দৃশ্যে চোখে জল চলে এসেছে।’
রাশিয়ার মস্কো থেকে ‘তোমাদের গল্প’ দেখে নাজমুল শুভ লিখেছেন, ‘পরিবার-আত্মীয় সবাইকে ছেড়ে একাকী এবারের ঈদ কেটেছে। ঈদের দিন নিজেকে খুব একা লেগেছে। চাইলেও সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে না পারার যে কষ্ট সেটা বলে বোঝানো যাবে না। অসাধারণ ছিলো নাটকটি। আসলেই রক্তের সম্পর্ককে কখনোই অস্বীকার করে দূরে থাকা যায় না। সবার পারিবারিক বন্ধন এভাবে অটুট থাকুক আমৃত্যু পর্যন্ত।’
প্রবাসী দর্শক সাদিকুর রহমান লিখেছেন, ‘এক কথায় অসাধারণ। মনটা জুড়িয়ে গেছে। সত্যি বলতে নাটকটি দেখে অনেক কান্না করেছি। অসংখ্য ধন্যবাদ পরিচালক ও নাটকটির সঙ্গে যুক্ত সকলকে।’
মোহাম্মদ লিটন নামের আরেক প্রবাসী লিখেছেন, ‘আমি একজন প্রবাসী। নাটক-সিনেমা দেখার সময় হয় না। দীর্ঘ পাঁচ-সাত বছর পরে একটি ইউটিউব ফিল্ম দেখলাম ও চোখের পানি ফেললাম।’
নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এর কথা লিখেছেন জনি হক। সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। রঙ বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি।
‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। নাটকটিতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

এ জামানার মেয়েদের নিয়ে ডলি সায়ন্তনীর গান
বিনোদন প্রতিবেদক

আড়াল ভেঙ্গে এখন আবার গানের সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নিয়মিতই প্রকাশ করছেন গান। ঈদে তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন `চাঁদ রাত’ শিরোনামের একটি গান। সেটির রেশ কাটতে না কাটতেই আরো একটি নতুন গান নিয়ে এলেন তিনি।
গানটির শিরোনাম ‘এই জামানার মেয়ে’। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। সৈকত রেজার পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন অলঙ্কার চৌধুরী।
ডলি সায়ন্তনী বলেন, ‘জামাল ভাইয়ের লেখা বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
গীতিকার জামাল হোসেন বলেন, ‘ডলি সায়ন্তনী আমাদের সঙ্গীতের উজ্জল নক্ষত্র।
‘এই জামানার মেয়ে’ গানটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

৬ দিনেও শত কোটি ছুঁতে পারে নি সালমানের ‘সিকান্দার’
বিনোদন ডেস্ক

‘গজিনী’ খ্যাত পরিচালক এ আর মুরুগাদোসের সঙ্গে এবার ঈদে পর্দায় হাজির হন সালমান খান। স্বভাবতই ভক্তরা ভেবেছিলেন, এবার হয়তো সালমানের দারুণ একটা প্রত্যাবর্তন হবে। কিন্তু হয়েছে উলটো।
দেড় বছরের বিরতি নিয়ে ফিরেও বক্স অফিসে ব্যর্থ সালমানের ‘সিকান্দার’।
ঈদ উপলক্ষ্যে ছবিটি মুক্তি পায় ৩০ মার্চ, রবিবার। যার কারণে ‘সিকান্দার’ প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। স্যাকনিল্ক জানায়, ছবিটি প্রথম শুক্রবারে মাত্র ৩.৫ কোটি রুপি আয় করেছে।
২৬ কোটি রুপি দিয়ে খাতা খোলার পর ছবিটি ভারতে ৯৪ কোটির কাছাকাছি আয় করেছে, আর বিদেশের মাটিতে আয় করেছে ৪২ কোটি রুপি।
বলে রাখা ভালো, মুক্তির আগেই ‘সিকান্দার’ পাইরেসির শিকার হয়েছিল। একাধিক ওয়েবসাইটে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি।
সালমান খান বক্স অফিসে কোনো বড় সাফল্য পায়নি, অনেক দিন হয়ে গেলো। অনেকেই ভেবেছিলেন, ঈদ রিলিজ সিকান্দার দিয়ে ভাইজান অন্তত ৫০০ কোটিতে প্রবেশ করবেন। যেখানে ইতিমধ্যেই বিরাজমান শাহরুখ খান, সানি দেওল, ভিকি কৌশল, রণবীর কাপুররা।
প্রসঙ্গত, সিকান্দারে সালমানের সঙ্গে জুটি হয়েছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর।

শাহরুখের বিরুদ্ধে ১০০ কোটির মামলা, কেন খেপেছিলেন মনোজ কুমার?
বিনোদন ডেস্ক

শুক্রবার (৪ এপ্রিল) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। জানা যায়, বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন ৮৭ বছরের অভিনেতা। বলিউডের তারকারা বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
প্রয়াত বলিউড অভিনেতা মনোজ কুমারের সঙ্গে ইন্ডাস্ট্রির অনেকেরই বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছেন।
২০০৭ সালে মুক্তি পায় ফারহা খানের ‘ওম শান্তি ওম’। নায়ক-নায়িকা শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। দীপিকার প্রথম বলিউড সিনেমা ছিল সেটি। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়।
উক্ত দৃশ্যে শাহরুখের চরিত্র ওম প্রকাশ মাখিজাকে প্রবীণ অভিনেতার পাস চুরি করে একটি সিনেমার প্রিমিয়ারে ঢুকে পড়তে দেখা যায়। তবে পুলিশ তাঁকে চিনতে পারেনি। মনোজ কুমারের অভিযোগ ছিল ওই দৃশ্যে শাহরুখ তাঁকে নকল করেছেন, তাঁকে ব্যঙ্গ করেছেন।
মনোজ কুমারের কাছে তাঁর অনুভূতিতে আঘাত করার কারণে ক্ষমা চেয়ে নেন কিং খান শাহরুখ। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সম্পূর্ণ ভুল ছিলাম। যদি তিনি আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমা চাইছি। আমি বিকেলে তাঁকে ফোন করেছিলাম, উনি আমাকে প্রথমেই বলেছিলেন, ‘এটা এমনকিছু বড় বিষয় নয়, বাবা।’
এদিকে ২০০৭ সালের সেই ঝামেলা শেষ হয়েও হয়নি। ২০১৩ সালে ওম শান্তি ওম জাপানে ওই বিতর্কিত দৃশ্যটি সহ আবারও মুক্তি পায়। যে দৃশ্য নিয়ে মনোজ কুমারের আপত্তি ছিল। এরপর বর্ষীয়ান অভিনেতা আইনি সহায়তা চেয়ে শাহরুখ এবং ইরোস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন।
অভিনেতার আইনজীবী জানান, ‘শাহরুখ খান এর আগে মনোজ কুমারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু জাপানে আবারও এই ভুলটিরই পুনরাবৃত্তি হয়েছে। শাহরুখ ব্যক্তিগত ক্ষমা চাননি। তিনি আসলে মীমাংসা করতেই চান না।’
সেসময় মনোজ কুমারও হতাশা গোপন করেননি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটি জাপানে ওই দৃশ্যগুলি না মুছেই মুক্তি পেয়েছ। আমি দুবার ওদের ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু এবার নয়। ওরা আমাকে অসম্মান করছেন। ওরা আদালত অবমাননারও সম্মুখীন হবেন কারণ ২০০৮ সালে আদালত নির্মাতাদের চিরতরে ওই দৃশ্যের সমস্ত প্রিন্ট এবং সম্প্রচার সামগ্রী থেকে ওই দৃশ্যগুলি মুছে ফেলতে বলেছিল।’
এরপর এ বিষয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মনোজ কুমার মামলা তুলে নেন। প্রয়াত এ অভিনেতার মতে, আইনি প্রক্রিয়া শাহরুখ এবং ফারাহ খানের মধ্যে দায়িত্ববোধ জাগাতে ব্যর্থ হয়েছে। তাই এই মামলা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।