কুড়িগ্রামের উলিপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলাঙ্কারকুঠি চরে অবস্থিত শুভসংঘ স্কুল ক্যাম্পাসে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, শুভসংঘের উপদেষ্টা সাজাদুল ইসলাম, শুভসংঘ স্কুলের শিক্ষক এনামুল হক ও আবু সাঈদ সরকার, অভিভাবক হায়দার আলী, রিক্তা বেগম প্রমুখ।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব মিয়া।
এ সময় শিক্ষার্থীদেরকে টুথপেস্ট ও সাবান উপহার দেওয়া হয়।
স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব বলেন, একটি সুস্থ শিশুর দ্রুত মানসিক বিকাশ ঘটে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সচেতন করা জরুরি। যাতে করে তারা স্বাস্থ্যকর পরিবেশে পড়ালেখা ও বেড়ে উঠতে পারে।
আজ শুভ-সংঘ স্কুলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো সেটি খুবই ভালো উদ্যোগ।
অভিভাবক রিক্তা বেগম বলেন, আমাদের এখানে স্কুল ছিল না। ফলে শিশুরা পড়াশোনা করতে পারেনি। শুভসংঘ স্কুলের মাধ্যমে এখানকার শিশুরা পড়াশোনার পাশাপাশি অনেক কিছু শিখতে পারছে।
দিনদিন এই চরের শিশুদের লেখাপড়ার পাশাপাশি মেধার বিকাশ হচ্ছে।
শিক্ষার্থী নুর হোসেন, খুশি আক্তার, মনিকা খাতুন জানায়, শুভসংঘ স্কুলে পড়ালেখার পাশাপাশি অনেক কিছু শিখছি। আমাদের খুব ভালো লাগে।
শুভসংঘ উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু বলেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় এখানকার অনেকের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাব রয়েছে। তাই শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন করা হয়েছে।
স্বাস্থ্যসম্মত বাথরুম ব্যবহার, দৈনন্দিন কাজে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। শিক্ষার্থীর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন এবং সুস্থ জীবনধারা অনুসরণের প্রতি উৎসাহ প্রদান করাই আজকের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।