ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ভোলায় বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র ও সাহিত্য আড্ডা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভোলায় বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র ও সাহিত্য আড্ডা
ছবি: কালের কণ্ঠ

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাঠচক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন সিয়ামের সভাপতিত্বে ভোলার ইনফিনিটিভ একাডেমিক এন্ড এডমিশন কেয়ারের  হলরুমে ‘তারুণ্যের উচ্ছ্বাস আত্মশক্তি ও দৃঢ়তাই সাফল্যের ভিত্তি’ বইয়ের উপর এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

‘তারুণ্যের উচ্ছ্বাস আত্মশক্তি ও দৃঢ়তাই সাফল্যের ভিত্তি’ বইটির পাঠচক্রে শুভসংঘের সদস্যদের আলোচনায় ফুটে উঠে তারুণ্যের উচ্ছ্বাসই মানবজীবনকে সফলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। যেখানে তারুণ্যের উচ্ছ্বাস তথা মানসিক শক্তি গতিহীন সেখানে উন্নতি ও সমৃদ্ধির পথ বন্ধ।

পৃথিবীর চারদিকে আজ তারুণ্যের জয়জয় রব ধ্বনিত হচ্ছে। 

আমাদের ভেতরে আত্মশক্তি ও দৃঢ়তার প্রবাহ সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা অপরিসীম। এই দুই শক্তির সমন্বিত প্রয়াসের হাত ধরেই সাফল্যের ভিত্তি নির্মিত হয়। আত্মশক্তি আশাবাদের ফল্গুধারা তৈরি করে।

আশাবাদী মানুষ দশগুণ উৎসাহের সঙ্গে নিজের কাজ করে থাকে। আমরা তারুণ্যের উচ্ছ্বাসের ভেতর দিয়েই নিজেদের প্রকাশ করি। যার মানসিক শক্তি যত সৃষ্টিশীল ব্যক্তি জীবনে তিনি তততাই সফল হয়ে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হোন।

বসুন্ধরা শুভসংঘের পাঠচক্রে অংশগ্রহণকারী কাজী এহসানুল হক জিহাদ বলেন, বসুন্ধরা শুভসংঘ ভোলা শাখার এমন আয়োজন বই পড়ার প্রতি আমাদের আরো উৎসাহী করছে।

কারণ পাঠচক্রের মাধ্যমে একটি বইয়ের ওপর বিশদ আলোচনার সুযোগ তৈরি হয়। যা জানার পরিধি বাড়ায়।’

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, পাঠচক্র আমাদের সাহিত্যের প্রতি আরো আগ্রহী করে তুলবে। এছাড়া আমাদের চিন্তাভাবনার পরিধি বাড়াতে সাহায্য করবে। ভোলা বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার পাঠচক্রে অংশগ্রহণ করেন সংগঠনের দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ইসরাত জাহান নুহা, প্রচার সম্পাদক মেহেদী হাসান সাব্বির, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাফা ইসলাম, কার্যকরী সদস্য মোমিন হোসেন, সদস্য কাজী এহসানুল হক জিহাদ, ওমায়ের হোসেন, আশিকুর রহমান, মো. নাইমুর রহমান ও বিবি ফাতেমাসহ অনেকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

পত্রিকা বিক্রেতা শাহ আলম পাচ্ছেন বসুন্ধরা শুভসংঘের সাইকেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
পত্রিকা বিক্রেতা শাহ আলম পাচ্ছেন বসুন্ধরা শুভসংঘের সাইকেল
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার একাংশের একমাত্র ভ্রাম্যমাণ পত্রিকা বিক্রেতা শাহ আলম। ভোর থেকে রাত অবধি সাইকেল চেপে প্রায় আড়াই শ পাঠকের হাতে তুলে দেন পত্রিকা। সাইকেল চেপে ৪০ কিলোমিটার পথ ছুটতে হয় তাকে।

শাহ আলমকে নিয়ে খবর প্রকাশিত হয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ও ডিজিটাল ভার্সনে।

বিষয়টি নজরে আসে বসুন্ধরা শুভসংঘ কর্তৃপক্ষের। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শাহ আলমকে একটি নতুন বাই সাইকেল উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী সপ্তাহে তার হাতে বাই সাইকেল তুলে দেওয়া হবে।

৩৪ বছর ধরে এ পেশায় আছেন বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের বাসিন্দা মো. শাহ আলম।

প্রাথমিক বিদ্যালয়ে পড়া অবস্থায় পত্রিকার সঙ্গে সখ্য। এ পেশায় আয় কমে গেছে। তবু মায়ার বাঁধনে আটকে আছেন।

শাহ আলমের তিন ছেলে ও দুই মেয়ে।

দুজন কলেজে, দুজন মাদরাসায়, একজন স্কুলে পড়ে। আয় কমে গেলেও এ পেশায় আজীবন থাকাতে চান তিনি।

সাইকেল পাবেন শুনে তিনি বেশ খুশি। তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আমার পছন্দমতো সাইকেল কিনতে বলা হয়েছে। আমি একটি দোকানে অর্ডার করেছি।

আশা করছি কয়েকদিনের মধ্যে পাব।’

পেশা সম্পর্কে তিনি বলেন, ‘১৯৯১ সালে আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। হরষপুরের একটি পত্রিকা দোকানে বসতাম। দোকান মালিক বলল- কয়েক জায়গায় পত্রিকা দিয়ে এলে প্রতি মাসে আমাকে ৩০০ টাকা দেবেন। আমি রাজি হই। তখন যানবাহনের এত সুবিধা না থাকায় মাইলের পর মাইল হেঁটে পত্রিকা বিলি করতাম। এরপর থেকে এটাকে পেশা হিসেবে নিয়েছি।’

মন্তব্য

হিলিতে বসুন্ধরা শুভসংঘের নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে গণসচেতনতা

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
হিলিতে বসুন্ধরা শুভসংঘের নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে গণসচেতনতা
ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরের  হাকিমপুর উপজেলার হিলিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে গণসচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) হাকিমপুর উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনাসভায় বক্তারা নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক গণসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি।

এই অপরাধগুলো বেশির ভাগই মাদকসেবীদের দ্বারা সংঘটিত হয়। তাই মাদকের বিস্তার রোধেও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। 

বক্তারা আরো বলেন, ‘একটি সমাজ যত বেশি নারী ও শিশুবান্ধব হবে, সে সমাজ তত বেশি উন্নত। নারীর প্রতি সহিংসতার পেছনে মূল কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি।

নারীর ওপর নির্যাতন কমানোর জন্য প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ভয়কে জয় করে নারীদেরও এগিয়ে আসতে হবে তাদের অধিকার ও মর্যাদা আদায়ে।’ শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর (হিলি) উপজেলা শাখার সহসভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোছা. খাদিজা আক্তার জুই, নারী বিষয়ক সম্পাদক  উম্মে হাবিবা আঞ্জু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তনুসহ ওই স্কুলের শিক্ষকরা।

মন্তব্য

ফেনীর সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফেনীর সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘের ফেনীর সোনাগাজী শাখার কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান সাক্ষরিত কমিটিতে শাহীদ ফরিদকে সভাপতি ও মো. ইকবাল হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিদ্দিক আল মামুন, শেখ আব্দুল হান্নান, শাখাওয়াত হোসেন চৌধুরী।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হাবিবুল ইসলাম রিয়াদ, শরিয়ত উল্লাহ দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, শাহিন আলম পিয়াস, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, দপ্তর সম্পাদক সাইমুন হাসনাত গালিব, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, প্রচার  সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন মিয়াজী, নারী বিষয়ক সম্পাদক খালেদা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন খোকন, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রিয়াজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল মাহমুদ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মাঈন উদ্দিন আলী হাসান, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক ওসামা বিন ওবায়েদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. উল্লাহ রাকিব।

কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম সোহান, কাওছার মাহমুদ, কায়েস মাহমুদ, তানজিলা আক্তার প্রাইম, জহিরুল ইসলাম।

মন্তব্য

কুড়িগ্রামে শুভসংঘ স্কুলের শিক্ষার্থী‌দের নি‌য়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
শেয়ার
কুড়িগ্রামে শুভসংঘ স্কুলের শিক্ষার্থী‌দের নি‌য়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের উলিপু‌রে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থী‌দের নি‌য়ে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৮ এপ্রিল) উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের জলাঙ্কারকু‌ঠি চ‌রে অবস্থিত শুভসংঘ স্কুল ক্যাম্পাসে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছি‌লেন কা‌লের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসং‌ঘের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, শুভসংঘের উপদেষ্টা সাজাদুল ইসলাম, শুভসংঘ স্কুলের শিক্ষক এনামুল হক ও আবু সাঈদ সরকার, অভিভাবক হায়দার আলী, রিক্তা বেগম প্রমুখ।

ক্যাম্পেইনে শিক্ষার্থী‌দের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় নি‌য়ে কথা বলেন স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব মিয়া।

এ সময় শিক্ষার্থীদেরকে টুথ‌পেস্ট ও সাবান উপহার দেওয়া হয়।

স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব বলেন, এক‌টি সুস্থ শিশু‌র দ্রুত মানসিক বিকাশ ঘটে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী‌দের‌কে স্বাস্থ্য সচেতন করা জরুরি। যা‌তে ক‌রে তারা স্বাস্থ্যকর পরিবেশে পড়ালেখা ও বেড়ে উঠতে পারে।

আজ শুভ-সংঘ স্কুলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হ‌লো সে‌টি খুবই ভালো উদ্যোগ।

অভিভাবক রিক্তা বেগম ব‌লেন, আমা‌দের এখানে স্কুল ছিল না। ফলে শিশুরা পড়াশোনা কর‌তে পারেনি। শুভসংঘ স্ক‌ু‌লের মাধ‌্যমে এখানকার শিশুরা পড়া‌শোনার পাশাপা‌শি অনেক কিছু শিখ‌তে পার‌ছে।

দিন‌দিন এই চ‌রের শিশুদের লেখাপড়ার পাশাপা‌শি মেধার বিকাশ হ‌চ্ছে।

শিক্ষার্থী নুর হো‌সেন, খু‌শি আক্তার, ম‌নিকা খাতুন জানায়, শুভসংঘ স্কু‌লে পড়া‌লেখার পাশাপা‌শি অনেক কিছু শিখ‌‌ছি। আমাদের খুব ভা‌লো লা‌গে।

শুভসং‌ঘ উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু ব‌লেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় এখানকার অনেকের মধ্যে স্বাস্থ‌্য স‌চেতনতার অভাব র‌য়ে‌ছে। তাই শুভসংঘ স্কু‌লের শিক্ষার্থীদের নি‌য়ে ক‌্যা‌ম্পেইন করা হ‌য়ে‌ছে।

স্বাস্থ‌্যসম্মত বাথরুম ব‌্যবহার, দৈন‌ন্দিন কা‌জে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। শিক্ষার্থীর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন এবং সুস্থ জীবনধারা অনুসরণের প্রতি উৎসাহ প্রদান করাই আজ‌কের ক‌্যা‌ম্পেইনের মূল উদ্দেশ‌্য।

মন্তব্য

সর্বশেষ সংবাদ