এ জামানার মেয়েদের নিয়ে ডলি সায়ন্তনীর গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এ জামানার মেয়েদের নিয়ে ডলি সায়ন্তনীর গান
সংগৃহীত ছবি

আড়াল ভেঙ্গে এখন আবার গানের সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নিয়মিতই প্রকাশ করছেন গান। ঈদে তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন `চাঁদ রাত’ শিরোনামের একটি গান। সেটির রেশ কাটতে না কাটতেই আরো একটি নতুন গান নিয়ে এলেন তিনি।

 

গানটির শিরোনাম ‘এই জামানার মেয়ে’। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। সৈকত রেজার পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন অলঙ্কার চৌধুরী।

ডলি সায়ন্তনী বলেন, ‘জামাল ভাইয়ের লেখা বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

এ গানটিও আশা করি শ্রোতাদের ভালো লাগবে। এ গানটি অনেকটাই ফাঙ্কি টাইপের বলতে পারি। নতুন প্রজন্ম যেমনটা চলতে পছন্দ করে সে গল্প এ গানে উঠে এসেছে।’

গীতিকার জামাল হোসেন বলেন, ‘ডলি সায়ন্তনী আমাদের সঙ্গীতের উজ্জল নক্ষত্র।

দীর্ঘ সময় ধরে তিনি শ্রোতাদের মুগ্ধ করছেন। আমি চেষ্টা করেছি তার জন্য সময়ের সঙ্গে মিল রেখে কিছু লেখার জন্য। এ গানটিতে এ সময়ের কিছু চিত্র তুলে ধরেছি।’

‘এই জামানার মেয়ে’ গানটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সৌমিত্রের ছেড়ে দেওয়া যে ছবি করে তারকা বনে যান অমিতাভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সৌমিত্রের ছেড়ে দেওয়া যে ছবি করে তারকা বনে যান অমিতাভ

বাংলা ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া সত্ত্বেও বলিউডে পা রাখেননি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বহু হিন্দি ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি। এই তালিকায় অন্যতম হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘আনন্দ’। যে ছবিটি রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছিল অমিতাভ বচ্চনকে।

বলতে গেলে, সৌমিত্রের ছেড়ে এ সিনেমা দিয়েই নিজের পায়ের তলার মাটি শক্ত করেন অমিতাভ। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। 

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

সত্তরের দশকের কথা। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় লিখে ফেলেছেন ‘আনন্দ’ ছবির চিত্রনাট্য।

এবার শুধু নায়ক খোঁজার পালা। হৃষিকেশ মুখোপাধ্যায় ঠিক করলেন রাজেশ খান্না আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েই ছবিটা তৈরি করবেন। সেই অনুযায়ী, চিত্রনাট্য পাঠালেন রাজেশ ও সৌমিত্রর কাছে। চিত্রনাট্য পড়েই রাজি হয়ে যান রাজেশ।
তবে একটু সময় চাইলেন সৌমিত্র।

আরো পড়ুন
৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

সৌমিত্রকে বলিউডে নিয়ে আসবেন নিজের হাতে, এমনটাই ভেবে রেখেছিলেন হৃষিকেশ মুখোপাধ্য়ায়। কিন্তু ভাবনার সঙ্গে মিলল না কাজ। কিছুদিন সময় নেওয়ার পরও সৌমিত্র স্পষ্ট না করে দেন হৃষিকেশকে। অন্যান্য বাংলা ছবির সঙ্গে প্রতিশ্রতিবদ্ধ থাকার জন্যই আনন্দ ছেড়েছিলেন সৌমিত্র।

তবে আপসোসও হয়েছিল তাঁর, কেননা ছবির গল্প ও চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছিল সৌমিত্রর। তবে শোনা যায়, রাজেশ খান্নার সঙ্গে একই ছবিতে নাকি সহ-অভিনেতা হতে চাননি সৌমিত্র। আনন্দ ছাড়ার পিছনে নাকি এই কারণও ছিল।

সৌমিত্রের সেই ছেড়ে দেওয়া রোল যায় অমিতাভ বচ্চনের কাছে। তখন তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার লড়াই করছেন। তাই ছবির প্রস্তাব লুফে নেন অমিতাভ। কারণ বিপরীতে রয়েছেন রাজেশ খান্না, তৎকালীন সুপারস্টার। এ সুযোগ হাতছাড়া করতে চাননি বিগ বি।

আরো পড়ুন
দ্বিগুন বাড়ল জংলির শো

দ্বিগুন বাড়ল জংলির শো

 

১৯৭১ সালে মুক্তি পায় হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘আনন্দ’। ইতিহাস সৃষ্টি করে এই ছবি। রাজেশ ও অমিতাভের জুটি প্রশংসিতও হয়। পুরস্কৃতও হয় দুজনে। আর এই ছবি থেকেই অমিতাভের কপাল ঘুরে যায়। বলিউডে তিনি পেতে থাকেন একের পর এক বিগ বাজেট সিনেমার অফার। 

‘আনন্দ’ ছবির মুক্তির পর হৃষিকেশ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথমে রাজ কাপুর ও উত্তম কুমারকে নিয়ে আনন্দ তৈরি করার কথা ভেবেছিলাম। তখন এই ছবির নাম ছিল ‘আনন্দ সংবাদ’।

শোনা যায়, পরবর্তীতে ‘আনন্দ’ দেখেছিলেন সৌমিত্র। ছবিটি দেখে আফসোসও করেছিলেন। তবে ডাক্তার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অমিতাভের অভিনয় দেখে প্রশংসাও করেছিলেন তিনি। সৌমিত্র বলিউডের আর যে দুটি ছবি ছেড়েছিলেন তা হল ‘কলিযুগ’ এবং ‘পিঙ্ক’। মজার বিষয় হচ্ছে ‘পিঙ্ক’ সিনেমাটিতেও মুল ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। এতে বিচারকের ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল সৌমিত্রকে। তবে এটিও করা হয়নি তার। 

মন্তব্য

‘সুচিত্রা সেন’ হবেন পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘সুচিত্রা সেন’ হবেন পায়েল
সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। এবার তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। না কোনো সিনেমায় নয়, নাটকে। 

আগামী ১৩ এপ্রিল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ মঞ্চস্থ হবে নাটক ‘সপ্তপদী’।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘সপ্তপদী’ নাটকটা এবারে সাজিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এখানে লক্ষণীয় অধিকাংশ বাংলা ছবিতে যখন দর্শক ভিড় হচ্ছে না, তখন বাংলায় এমন অনেক নাটক তৈরি হচ্ছে, যেখানে প্রেক্ষাগৃহে একটা আসনও ফাঁকা থাকছে না।

এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত পায়েল সরকার বলেন, আমি চিত্রনাট্য পড়ে কোনো ছবি করলে মেকিং নিয়ে যে খুব আশাহত হয়েছি এমন নয়। তবে ছবির প্রচার ও ডিস্ট্রিবিউশন নিয়ে আশাহত হয়েছি, তবে সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে।

জানা গেছে, ‘সপ্তপদী’ নাটকে পায়েলের বিপরীতে থাকছেন দীপ। পায়েল যদি সুচিত্রা সেন হন, তা হলে তার উত্তম কুমার হচ্ছেন দীপ। দোলন রায়, দুলাল লাহিড়ীর মতো আরো বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই নাটকে।

মন্তব্য

আমার হারানোর কিছু নেই : নুসরাত ভারুচা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আমার হারানোর কিছু নেই : নুসরাত ভারুচা
নুসরাত ভারুচা

বলিউডে যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তার মধ্যে স্বজনপোষণ অন্যতম। একাধিক অভিনেতা ও অভিনেত্রীরা এই প্রসঙ্গে আগে মুখ খুলেছেন। অনেকের অভিযোগ, বলিউডে স্বজনপ্রীতির কারণে বহিরাগতদের মেধার মুল্যায়ন হয় না। তবে অভিনেত্রী নুসরাত ভারুচার মতামত ভিন্ন।

তার মতে, তারকাসন্তানদের সুযোগ যেমন বেশি, চাপও তেমন বেশি। সেই তুলনায় তিনি নির্ভার। চাপমুক্ত। 

সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকার নুসরাত বলেন, ‘অবশ্যই তারকা সন্তান হলে তাঁদের কাছে অনেক বেশি সুযোগ আসে।

কিন্তু বহিরাগতদের থেকে তাঁদের অনেক বেশি চাপ এবং তুলনার সম্মুখীন হতে হয়। যারা বহিরাগত হন, তাদের কিন্তু কোনও সময় তুলনার সম্মুখীন হতে হয় না।’

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে নুসরাত বলেন, ‘স্বজনপোষণ নিয়ে সবসময় কথা বলা হয় কিন্তু আমার মনে হয় তারকা সন্তানদের অনেক বেশি চাপে থাকতে হয় নিজেদের প্রমাণ করার জন্য। আমার বাবা মা যদি বিখ্যাত হতেন, তাহলে আমি ভীষণ চাপে থাকতাম।

কিন্তু আমার কোনও ভয় নেই কারণ আমার হারানোর কিছু নেই। আমি উত্তরাধিকার বহন করার চাপ বহন করি না।’

আরো পড়ুন
৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

নোপোকিডদের মধ্যেও মেধাবী অভিনেতা-অভিনেত্রী রয়েছে যারা আজ বলিউডে নিজ গুনে প্রতিষ্ঠিত। তাদের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শুধু সুযোগ পেলেই হয় না, মানুষ প্রতিভার ভক্ত। তারকা সন্তান হওয়া সত্ত্বেও কেউ যদি ভালো অভিনয় না করেন, তাদের সিনেমা কিন্তু মানুষ দেখবেন না।

তবে আমি মনে করি আলিয়া, রণবীরের মতো এমন অনেক তারকা সন্তান রয়েছেন যারা সত্যি প্রতিভাবান। আমি এই প্রতিভার কদর করি।’

নুসরাতকে সামনে দেখা যাবে বিশাল ফুরিয়া পরিচালিত ভৌতিক চলচ্চিত্র ‘ছোরি ২’-তে। এটি ২০২১ সালের ছোরি’র সিক্যুয়াল। এতে ‍নুসরাতের বিপরীতে সোহা আলী খান রয়েছেন খল চরিত্রে। আগামী ১১ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি।

মন্তব্য

‘মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছেন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছেন’
সংগৃহীত ছবি

স্কুলজীবনের একটা বড় সময় মাকে ছাড়াই কেটেছে তার। তাই এখন আরো বেশি করে মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। মঙ্গলবার ছিল তার মায়ের জন্মদিন, এদিন বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন অভিনেত্রী। মা চিত্রা চট্টোপাধ্যায়ের জন্মদিনে দু’জনের একসঙ্গে তোলা একাধিক ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন বিবৃতি।

 

অভিনেত্রীর কথায়, তাদের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো। 

কর্মসূত্রে চিত্রাকে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। কিন্তু রাজস্থানের স্কুলে পড়াকালীন ৫ বছর মায়ের সঙ্গ পেয়েছিলেন বিবৃতি। কারণ সেই স্কুলেই তখন চাকরি করতেন চিত্রা।

অল্প বয়সে মায়ের সান্নিধ্য পাননি বলে মনের মধ্যে কোনো দুঃখ পুষে রাখেননি বিবৃতি। বরং এখন আরো বেশি করে মায়ের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করেন।

May be an image of 1 person and smiling

২০২০ সালে বাবাকে হারিয়েছেন বিবৃতি। জীবনের চলার পথে মনোবল থেকে শুরু করে ইচ্ছাশক্তি এবং স্বাধীন জীবনযাপনের আদর্শ তিনি মাকে দেখেই রপ্ত করেছেন বলে জানালেন বিবৃতি।

 

অভিনেত্রীর কথায়, ‘এখনো পর্যন্ত ক্যারিয়ারে যেভাবে এগিয়েছি, সেখানে মায়ের নীরব সমর্থন পেয়েছি। মা এবং আমার পরিবার কিন্তু আমাকে প্রত্যেক মুহূর্তে সমর্থন করে।’

এই মুহূর্তে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চাইছেন বিবৃতি। ছোট থেকে দীর্ঘ সময় অভিভাবকের উপস্থিতি ছাড়াই সময় কেটেছে তার। তাই একা থাকতে কোনো সমস্যা হয় না বিবৃতির।

অতিমারির পর চিত্রা কলকাতায় ফিরে আসেন। এখন দু’জনে একসঙ্গে থাকেন। 

May be an image of 1 person

বিবৃতি বলেন, ‘তথাকথিত মা-মেয়ের বদলে আমাদের সম্পর্কটা অনেকটাই বন্ধুর মতো।’ কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে মায়ের কাছ থেকে কোনো চাপ কি আসে, এমন প্রশ্নে বিবৃতি হেসে বললেন, ‘মা আমাকে বলেই দিয়েছেন সম্পর্কে না জড়াতে। আর কোনো দিন বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন।’ 

কিন্তু ভবিষ্যৎ কেউই জানে না। তাই আগামী দিনে যদি সম্পর্কে জড়ান? বিবৃতির উত্তর, ‘এই মুহূর্তে কাজে মন দিতে চাই। কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না।’

বিবৃতি অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবিটি মুক্তি পাবে আগস্ট মাসে। এ ছাড়াও রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতা’তেও দেখা যাবে তাকে।  

মন্তব্য

সর্বশেষ সংবাদ