<p>উত্তরের জেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুপুর ১২টা নাগাদ সূর্যের দেখা মেলেনি। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে শীতের তীব্রতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।</p> <p>আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি ) দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫ কিলোমিটার। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।</p> <p>ভ্যানচালক সাদেকুল ইসলাম বলেন, ‘শীতের ভয়ে ঘরে বসে থাকলে তো আর ভাত জুটবে না। ঘরে চাল নেই, তাই ভোরবেলা থেকেই অটো নিয়ে বের হয়েছি, ভাড়া পাওয়ার আশায়।’</p> <p>রাজমিস্ত্রি আলামিন বলেন, ‘যতই শীত পড়ুক, কাজে যেতে হবে। আমরা গরিব মানুষ, কাজে না গেলে খাব কী? সাইকেল চালিয়ে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকাল ৯টায় কাজে যোগ দিতে হয়।’</p> <p>ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে রাস্তার যানবাহনের সংখ্যা কমে গেছে। এতে স্বল্প আয়ের মানুষের আয়ের পথ আরো সংকুচিত হয়ে পড়েছে।</p> <p>স্থানীয়রা জানান, শীতের তীব্রতায় জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।</p>