<p style="text-align:justify">শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এবার প্রশিক্ষণরত পুলিশের আটজন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">অব্যাহতি পাওয়া কনস্টেবলরা শুক্রবার (৩ জানুয়ারি) রাতেই একাডেমি ত্যাগ করেছেন বলে একটি সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।</p> <p style="text-align:justify">অব্যাহতি পাওয়া কনস্টেবলরা হলেন মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর। তবে তাদের অব্যাহতির কোনো পত্র হাতে পাওয়া যায়নি।</p> <p style="text-align:justify">একাডেমি সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে পুলিশ একাডেমিতে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বছরে ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। তবে এখনো প্রশিক্ষণ শেষ হয়নি। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজেরও আয়োজন করা হয়নি। গত ১৯ ডিসেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। আগামী ১২ জানুয়ারি আবার এই কুচকাওয়াজ হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।</p> <p style="text-align:justify">এর আগেই শুক্রবার আটজনকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়। জুমার নামাজের পর তাদের বিষয়টি জানানো হয়।</p> <p style="text-align:justify">তার আগে তিন ধাপে ৩২১ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। তবে সারদা পুলিশ একাডেমিতে এবারই প্রথম আটজন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হলো।</p> <p style="text-align:justify">বিষয়টি নিয়ে একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞার সঙ্গে কথা বলা যায়নি। ফোন করা হলেও ধরেননি পুলিশের এআইজি মিডিয়া এনামুল হক সাগর। ফলে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।</p>