<p>ব্রাজিলের নির্বাচনে হেরে যাওয়ার পর এক সাবেক সিটি কাউন্সিলর নিজের কার্যালয় থেকে কমোড ও দুটি বেসিন সরিয়ে নেন। পরে অবশ্য তিনি সেগুলো ফেরত দিয়েছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>সাও পাওলোর কাউন্সিলর জানাইনা লিমার মেয়াদ শেষে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যেখানে তার এক কর্মীকে কমোডসহ অন্যান্য সরঞ্জাম সরাতে দেখা যায়। পরে লিমা এক বিবৃতিতে জানান, ‘আমি আমার নিজস্ব অর্থায়নে কেনা এই সরঞ্জামগুলো চেম্বারে দান করার সিদ্ধান্ত নিয়েছি।’</p> <p>তিনি আরো বলেন, ‘অবশ্যই, আমার কিংবা আমার সহকারীদের কমোডের প্রয়োজন নেই।’</p> <p>সিসিটিভি ফুটেজে দেখা যায়, আট বছর আগে লিমা দায়িত্ব নেওয়ার সময় বাথরুমে লাগানো এসব সরঞ্জাম তার কর্মীরা খুলে নিচ্ছেন। লিমা দাবি করেন, বাথরুম সংস্কারের পুরো খরচ তিনি নিজে বহন করেছিলেন, তাই এটি কাউন্সিলের সম্পত্তি নয়। তিনি আইনি পরামর্শ অনুসরণ করে ব্যক্তিগতভাবে লাগানো সব কিছু সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও উল্লেখ করেন।</p> <p>এ ছাড়া লিমা ব্রাজিলের গণমাধ্যম জি১-কে বলেন, ভবনের পাইপলাইন ‘অত্যন্ত সংবেদনশীল’। তিনি আরো জানান, কার্যালয়ের জন্য কেনা অন্য সামগ্রী, যেমন গ্লাস পার্টিশন ও শিল্প-শৈলীর লাইট ফিটিং তার উত্তরসূরির জন্য রেখে দেওয়া হয়েছিল।</p> <p><iframe frameborder="0" height="315" sandbox="allow-scripts allow-same-origin" src="https://www.youtube.com/embed/FxU0PIYd6jc?si=jkHxTQRlCir_2T3H" title="YouTube video player" width="560"></iframe></p> <p>লিমা নিউ পার্টির প্রতিনিধি হিসেবে ১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৪১ বছর বয়সী লিমা ২০২৪ সালের নির্বাচনে ব্রাজিলিয়ান লেবার পার্টির অ্যাড্রিলেস জর্জের কাছে পরাজিত হন। জর্জ সোমবার তার দায়িত্ব গ্রহণের সময় জি১-কে বলেন, তার কর্মীদের হয়তো এখন পাবলিক টয়লেট ব্যবহার করতে হবে, যতক্ষণ না সমস্যার সমাধান হয়।</p> <p>জর্জ আরো বলেন, ‘কার্যালয়টি পরিদর্শন করার পর আমি এর স্থাপত্যশৈলীতে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু তিনি সব কিছু সরিয়ে নিয়েছেন। তারা কমোড ও বেসিনও খুলে নিয়েছে।’</p> <p>এদিকে আইনসভার নতুন প্রেসিডেন্ট রিকার্ডো টেইক্সেইরা এ ঘটনায় ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়া হবে বলে জানিয়েছেন।</p>