<p>রাশিয়া শনিবার জানিয়েছে, তারা মার্কিন সরবরাহকৃত আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা হলে কিয়েভের মধ্যাঞ্চলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।</p> <p>বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর ইউক্রেনকে ৩০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। তার এ পদক্ষেপকে ক্রেমলিন যুদ্ধে গুরুতর উত্তেজনা বৃদ্ধি হিসেবে অভিহিত করে।  </p> <p>রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ও ৭২টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।’ </p> <p>এ ছাড়া রাশিয়া পূর্ব লুহানস্ক অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা নাদিয়া গ্রামটি দখল করেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। ২০২৪ সালে রাশিয়া ইউক্রেনের প্রায় চার হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে বলে এএফপির একটি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জনবল সংকট ও ক্লান্তির কারণে সমস্যায় পড়েছে।</p> <p>এদিকে যুদ্ধরত উভয় পক্ষই বছরের শুরু থেকে বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ করেছে। ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের একটি গ্রামে শনিবার রুশ হামলায় ৭৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ।</p> <p>সূত্র : এএফপি</p>