<p>সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় সরকারি রাস্তা দখল ও ওয়াসার পাইপলাইনের ওপর কলাম করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. তালাত মাহমুদ (৪৮) ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা রাস্তা দখল করে ভবন নির্মাণে বাধা প্রদান করায় তাদেরকে গালাগাল, লাঞ্ছিত ও হত্যার হুমকি দিয়েছেন তালাত।</p> <p>সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সরকারি রাস্তা উদ্ধারসহ ওয়াসার পাইপ লাইন রক্ষার দাবি জানিয়ে সাভার মডেল থানা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী গ্রামবাসীরা। এ সময় অর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত ছিল। </p> <p>অভিযুক্তরা হলেন ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার মৃত তোতা মিয়ার ছেলে তালাত মাহমুদ (৪৮), মালেক মাহমুদ ওরফে দুখু মিয়া (৫৫), রেহেনা খাতুন (৪৫), রেজু মিয়া গোয়ালের ছেলে শাকিল আহম্মেদসহ (২৫) অজ্ঞাতনামা ৭-৮ জন।</p> <p>এলাকাবাসী জানায়, মুশুরীখোলা গ্রামের মো. রহিম হোসেনের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত সরকারি রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করছে স্থানীয়রা। এ দিকে ৫ আগস্টের পর নিজেকে বিএনপির নেতা দাবি করে এলাকার প্রভাবশালী তালাত মাহমুদ চলাচলের একমাত্র রাস্তাটি দখল করেন। শুধু তা-ই না, ওয়াসার পাইপ লাইনের উপর ভবন নির্মাণ করছেন তিনি। এ ছাড়া তার সহযোগী দুখু মিয়া, শাকিল মিয়াসহ অজ্ঞাত নামা ৭-৮ সরকারি গাছ কেটে নিয়ে গেছেন।</p> <p>তারা আরো জানায়, চলাচলের রাস্তার গাছ বিক্রি ও রাস্তা দখল করে বাড়ি নির্মাণ কাজে এলাকাবাসী নিষেধ করলে গালাগাল, গুম ও হত্যার হুমকি দেন অভিযুক্তরা। এ ছাড়া এলাকাবাসীকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেন তারা।</p> <p>গ্রামবাসীর চলাচলের জন্য বিকল্প কোনো রাস্তা না থাকায় রাস্তাটি রক্ষার দাবি জানিয়ে সাভার মডেল থানা, ট্যানারি পুলিশ ফাঁড়ি ও আর্মি ক্যাম্পে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী এলাকাবাসীরা। সর্বশেষ বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গ্রামবাসীর স্বাক্ষরসহ সোমবার দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।</p> <p>মুশুরীখোলা এলাকার বাসিন্দা খানজাহান আলী সুমন বলেন, 'আমাদের গ্রামের অন্তত ১৫টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ করছেন তালাত। এ ঘটনায় বাধা দেওয়া দখলকারীরা আমাকেসহ আমার মামা-আল-আমিনকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন তারা। এ ছাড়া জবর দখলকারী তালাত নিজেকে বিএনপি নেতা দাবি করে আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন। বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করেছি।'</p> <p>অভিযুক্ত তালাত মাহমুদ বলেন, 'অভিযোগ দিতেই পারে। আপনারা তদন্ত করে দেখেন।' </p> <p>সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, রাস্তা দখলের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। </p>