রাস্তায় প্রাচীর, ভোগান্তিতে ৪০ পরিবার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
শেয়ার
রাস্তায় প্রাচীর, ভোগান্তিতে ৪০ পরিবার
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাকা রাস্তায় হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মাণ করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই পরিবারগুলো। তবে অভিযোগ ঠিক নয় বলে দাবি প্রাচীর নির্মাণকারীদের।

স্থানীয়রা জানায়, পীরগঞ্জ-গোদাগাড়ি পাকা সড়কের দৌলতপুর এলাকায় মূল সড়কে থেকে পূর্বদিকে লোকালয়ে যাওয়ার পাকা রাস্তায় কয়েকদিন আগে হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মাণ করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন।

এতে রাস্তার পূর্ব প্রান্তের প্রায় ৪০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। 

সাহালমসহ স্থানীয় কয়েকজনের অভিযোগ, মূল পাকা রাস্তা থেকে গ্রামে যাওয়ার সরকারি রাস্তায় দেলোয়ারের পরিবার বাড়িঘর নির্মাণ করেছে। তাদের মালিকার পাকা রাস্তাটিতে প্রাচীর দিয়ে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন তারা। রাস্তায় প্রাচীর দেওয়ার ফলে তারা (ভুক্তভোগী) অবরুদ্ধ হয়ে পড়েছেন।

কেউ অসুস্থ হলে বা কেউ মারা গেলে সেখান থেকে বের করার মত কোনো ব্যবস্থা নেই। আগুন লাগলে ফায়ার সার্ভিসও যাওয়ার কোনো সুযোগ নেই। তারা অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছেন। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না।

প্রাচীর নির্মাণকারী দেলোয়ার বলেন, সরকারি রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন তারা। যেখানে প্রাচীর দিয়েছেন সেটি তাদের ব্যক্তি মালিকার সম্পত্তি। ব্যক্তি মালিকানার সম্পত্তিতে প্রাচীর দিয়েছেন তারা।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

গৌরনদীতে আ. লীগ নেতা গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিথি
গৌরনদী (বরিশাল) প্রতিনিথি
শেয়ার
গৌরনদীতে আ. লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতা ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন। গেপ্তার পিকলু গৌরনদী থানার অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একাধিক মামলার প্রধান আসামি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ মিয়া জানান, গ্রেপ্তার পিকলুকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পাওনা টাকা পরিশোধ করতে গেলে ফাঁকা বাড়িতে হাত বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার হৃদয় উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ করতে গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু সন্তানকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে স্ত্রী ঘরে আছে বলে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়।

ঘরে ঢুকতেই পেছন থেকে থেকে মুখ চেপে ধরে খাটের ওপর ফেলে হাত বাঁধে নারীর। 

একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির সময় ভুক্তভোগী গৃহবধূর পরনের জামাকাপড় ছিঁড়ে যায়। এরমধ্যে তার শিশুটি কান্না করে উঠলে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে হৃদয়।

সেই সুযোগে হাতের বাঁধন খুলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন গৃহবধূ। কিন্তু হৃদয় তাকে উঠানে ধরে মুখে আঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

মন্তব্য

মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি -বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে একজন তরুণী ও এক যুবক। 

বাংলাদেশি নাগরিক দুজন হলেন—মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ থেকে রাত ৮ পর্যন্ত সীমান্তের বেনিপুর বিওপির পাশে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।

 

মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় তারা বিএসএফের হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। পরে রাতে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়।

 

মহেশপুর  থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, রাতে দুইজনকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। তরুণীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে, অন্যজনের মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে। 

মন্তব্য

বিলের মাছ ধরা নিয়ে সরিষাবাড়ীতে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বিলের মাছ ধরা নিয়ে সরিষাবাড়ীতে বিএনপির দুই পক্ষের উত্তেজনা
সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি একটি বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিনভর দফায় দফায় ব্যবসা প্রতিষ্ঠান, বসত বাড়িসহ মাছ ধরার নৌকা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুই পক্ষই অস্ত্রের মহড়া দেখিয়েছেন।

দুপুর থেকে রাত দশটা পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা এলাকায় পাল্টাপাল্টি অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের আশঙ্কাও করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তালতলা এলাকায় সরকারি একটি বিলের মাছ ধরা নিয়ে জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল ও মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের (লিটন) মধ্যে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে আব্দুল আউয়ালের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই বিলে মাছ ধরতে যান।

এ সময় ইসমাইল হোসেনের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া দেন।

এরপর থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে মহড়া চলে। এরপর উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষের কয়েকটি দোকানপাট, বসতবাড়ি ও মাছ ধরার নৌকা ভাঙচুর করেন।

বিএনপি নেতা আনোয়ার উস সাদাত লাঞ্জু, ইসহাক মেম্বার, ইসমাইল হোসেন লিটনসহ অনেকেই অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘জেলা বিএনপির জলাবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল ও তার ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত।

এর প্রতিবাদ করলে তার সমর্থকরা আমাদের লোকজনের দোকানপাট ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

অভিযোগের বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘অন্যায়ভাবে আনোয়ার উস সাদাত লাঞ্জু, ইসমাইল হোসেন লিটন, ইসাহাক আলীর একটি পক্ষ সরকারি তালতলার বিল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। যার ফলে বিএনপি সর্মথিত জেলে হাসমত আলী, মিজানুর রহমান মিজানসহ অনেক জেলে বঞ্চিত হচ্ছে।’ বঞ্চিত জেলেরা মাছ ধরতে গেলে উল্টো তাদের ওপর হামলা চালায় বলে দাবি তার।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ‘দীর্ঘদিন থেকেই ওই ইউনিয়ন দুইটি পক্ষের মধ্যে পারিবারিক রেষারেষি হয়ে আসছিল।

আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই বুঝিয়ে শান্ত করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দলীয় পর্যায়ের কোনো ঘটনা এটি নয়।’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সরিষাবাড়ী ও সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ