<p>একটা সময় বাংলাদেশ দলের নিয়মিত মুখ ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের হাল ধরবেন তিনি এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু সেই সব এখন অতীত। এতটাই অতীত যে এবারের বিপিএলের নিলামে কোনো দলই বাংলাদেশি অলরাউন্ডারকে নিতে আগ্রহ দেখায়নি।</p> <p>তবে ঢাকা পর্ব শেষে ভাগ্যদেবী মুখ তুলেছেন। মোসাদ্দেককে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএলে সুযোগ পেয়ে খুশি হয়েছেন তিনি। ঢাকার ক্যাম্পে যোগ দিতে সকালে সিলেটেও পৌঁছেন মোসাদ্দেক। দলে যোগ দিয়েই জানিয়েছেন, একাদশে সুযোগ পেলে প্রতিদান দিতে চান তিনি।</p> <p>সিলেটে সংবাদমাধ্যমকে মোসাদ্দেক বলেছেন, ‘যদি সুযোগ পাই দলকে আমার শতভাগ দেব। কিভাবে শতভাগ দিয়ে ম্যাচ জেতানো যায় সেই চিন্তাই করব। এটা হতেই পারে। কোনো খেলোয়াড়ের একটা মৌসুম বা বছর খারাপ যেতেই পারে। এসব নিয়ে চিন্তিত নই। যখনই সুযোগ আসবে ভালো খেলার ভাবনা আমার। এখানে যত ভালো করব সামনের দরজাগুলো তত খুলতে থাকবে।’</p> <p>দল না পাওয়ায় হতাশ ছিলেন মোসাদ্দেক। তবে একটা সুযোগ আসবে এমন বিশ্বাস ছিল তার। তিনি বলেছেন, ‘দল না পাওয়া তো অবশ্যই হতাশাজনক, এনসিএল টি-টোয়েন্টির সময়ই বলেছিলাম। তখন সামনে যেসব খেলা ছিল সেদিকে মনোযোগ রাখছিলাম। আশা ছিল, একটা সুযোগ আসতে পারে। সুযোগ যখন এসেছে, ভালো লাগছে অবশ্যই। ভালো খেললে সামনে ভালো সুযোগ আসবে।’</p> <p>মোসাদ্দেকের মুখে হাসি ফিরলেও ঢাকার মুখ কালোই আছে। কেননা ঢাকা পর্বের তিন ম্যাচ খেলে প্রতিটিতেই হার সঙ্গী হয়েছে তাদের। দলের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে ২৯ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘মোমেন্টাম না পেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটু কঠিন। মোমেন্টাম পেলেই ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।’</p>