<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : বছরজুড়ে একটি মাত্র সংস্করণে খেলা হয় মমিনুল হকের। টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে এতটাই সেঁটে গেছে যে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএলে তাঁর সুযোগ মেলেনি। এই হতাশার মাঝে মমিনুলের মন খারাপের কারণ হয়ে এসেছে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের ধারণা।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেস্ট ক্রিকেটকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। সেই ভাবনা থেকে এই সংস্করণকে দুই কাঠামোতে নিতে চায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিন মোড়ল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যেখানে দুই স্তরের প্রথমটিতে থাকবে র‌্যাংকিংয়ের সেরা সাত দল। বাকি পাঁচ দলের জায়গা হবে দ্বিতীয় স্তরে। এই কাঠামো নিয়ে চলতি মাসে আইসিসির সঙ্গে আলোচনায় বসার কথা ক্ষমতাধর সেই তিনটি বোর্ডের। মমিনুলের হতাশার জায়গাটা এখানেই, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা আমার জন্য হতাশার। সত্যি বলতে আমি কোনো দলকে ছোট বলতে চাই না। আমি জানি না নিচের সারির দলগুলোর খেলার প্রক্রিয়া কেমন হবে। এই দলগুলো ভালো খেলে পরে প্রথম সারিতে যেতে পারবে কি না সে ব্যাপারেও আমি নিশ্চিত নই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ধারণা বাস্তবায়িত হলে টেস্ট ক্রিকেটের গুরুত্ব কমে যাবে বলেও মনে করেন মমিনুল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ রকম কিছু হলে টেস্ট ক্রিকেটের গুরুত্ব কমে যাবে এবং টেস্টের সংখ্যা কমে যাবে। গুরুত্ব যদি কমতে থাকে, তাহলে টেস্ট ক্রিকেটাররা সাদা বলের দিকে ঝুঁকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের তথ্য মতে, প্রথম স্তর সাজানো হবে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে। আর দ্বিতীয় স্তরে থাকবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এ ক্ষেত্রে নিজেদের উন্নতি নিয়ে শঙ্কা দেখছেন মমিনুল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বড় দলগুলোর সঙ্গে খেলতে না পারলে আমাদের উন্নতি হবে না। অবস্থারও কোনো পরিবর্তন হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>