<p style="text-align:justify">নরসিংদীর রায়পুরায় ওরস নিয়ে পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় মাজারপন্থী ও আলেম সমাজ। এ নিয়ে এলাকায় সংঘাত এড়াতে গতকাল রবিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক।</p> <p style="text-align:justify">জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের মুক্তি পাগলনীর মাজার প্রাঙ্গণে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলকায় উত্তেজনা সৃষ্টি হয়। ফলে সংঘাত এড়াতে মাজারের আশপাশে গত রাত থেকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর মুক্তি পাগলনীর ওরস আয়োজন করে আসছিলেন মাজারপন্থী তার ভক্ত ও অনুসারীরা। আজ সোমবার (৬ জানুয়ারি) থেকে ওরস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় আলেম ও মুসল্লিরা ওরস পালনে আপত্তি জানান। এর পরিবর্তে সেখানে ওয়াজ- মাহফিল আয়োজনের পক্ষে দাবি তোলেন তারা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এক জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736165111-b870752e67ca4c0477cb6a8a4c5f189c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এক জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/06/1465685" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে ওরস আয়োজনে অনড় অবস্থানে থাকার কথা জানান মাজারপন্থীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রবিবার সন্ধ্যায় ওরস প্রতিহতের ডাক দিয়ে মাজার প্রাঙ্গণে জড়ো হন শত শত স্থানীয় আলেম ও মুসল্লি। </p> <p style="text-align:justify">খবর পেয়ে সেখানে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা থানার ওসি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেও সমস্যা সমাধান হয়নি। দুটি পক্ষই তাদের অবস্থানে অনড় ছিলেন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার এলাকায় গতকাল রাত থেকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা কালের কণ্ঠকে মুঠোফোনে জানান, ওরস নিয়ে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মাজারপন্থীদের উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। গত রাত থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।</p>