<p>শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। এরই অংশ হিসেবে গতকাল বুধবার (১ জানুয়ারি) দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠিত শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।</p> <p>নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই, খাতা, কলম, রাবার, পেন্সিল,বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে উদ্যোগটি গ্রহণ করা হয়। এই উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও আনন্দিত।</p> <p>প্রাক-প্রাথমিক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘খাতা-কলম পেয়ে আমি খুব খুশি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন বই পেয়ে খুশি বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735810831-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন বই পেয়ে খুশি বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/shuvosangho/2025/01/02/1464099" target="_blank"> </a></div> </div> <p>অভিভাবক আফরোজা খাতুন জানান, শিক্ষা উপকরণ পেয়ে আমরা খুবই স্বস্তি অনুভব করছি। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করবে।</p> <p>অনুষ্ঠানে উপস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক এবং কালের কণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ বলেন, ‘এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য শিক্ষা ও মানবিক উন্নয়নকে ত্বরান্বিত করা।’</p> <p>এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ফরহাদ হোসেন, জেসমিন বেগমসহ স্থানীয় অভিভাবকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তীব্র শীতে জবুথবু রংপুরের জনপদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735810033-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তীব্র শীতে জবুথবু রংপুরের জনপদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464096" target="_blank"> </a></div> </div> <p>শিক্ষা উপকরণ বিতরণের এই কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে এবং বছরের শুরুটিকে রঙিন ও সম্ভাবনাময় করে তুলেছে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত, শিক্ষিত ও সাফল্যমণ্ডিত জাতি হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।</p>