<p>ফেনীতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি সরকার। চাহিদার তুলনায় মাধ্যমিকে মাত্র ১.২৬ শতাংশ বই পেয়েছে জেলা শিক্ষা অফিস। বিগত বছরগুলোতে ১ জানুয়ারী ছাত্রছাত্রীরা নতুন বই পেয়ে খুবই উল্লাসিত হতো কিন্তু এ বছর বই না পেয়ে হতাশ তারা।</p> <p>প্রাইমারি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কিছু নতুন বই পেলেও মাদরাসা পর্যায়ে শিক্ষার্থীরা কোনো বই পায়নি। তবে ২ জানুয়ারির পর মাদরাসা পর্যায়ে সপ্তম শ্রেণির তিন বিষয়ের বই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা পেয়েছেন বলে জানান। এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীদের কোনো প্রশ্নের জবাব দিতে পারছেন না বলে জানান তারা।</p> <p>জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ফেনীতে মাধ্যমিক ও মাদরাসা মিলিয়ে মোট শিক্ষার্থী সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৮৭৮ জন। জেলায় ২০২৫ শিক্ষাবর্ষে বইয়ের চাহিদা ছিল ৩৭ লাখ ৩২ হাজার ৭৭৬টি। কিন্তু এখন পর্যন্ত এসেছে ৪৭ হাজার ৪০০টি বই।</p> <p>সূত্র জানায়, এখন পর্যন্ত ফেনী সদরে মাধ্যমিকে নবম শ্রেণির তিনটি বিষয় করে ৩৪ হাজার ৫০০টি বই ও দাখিলে সপ্তম শ্রেণির ১২ হাজার ৯০০টি বই এসেছে। এ ছাড়া সোনাগাজী উপজেলায় মাধ্যমিকে নবম-দশম শ্রেণির দুইটি বিষয়ে (বাংলা, গণিত) ২৫ হাজার ৮০০টি বই এবং দাখিলে সপ্তম শ্রেণির তিনটি বিষয়ে (বাংলা, গণিত, ইংরেজি) আট হাজার ৪০০টি বই এসেছে।</p> <p>জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্ল্যাহ বলেন, এখন পর্যন্ত ফেনী সদর ও সোনাগাজী উপজেলায় কিছু বই এসেছে। জেলায় চাহিদার সম্পূর্ণ বই আসতে আরো দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে।</p> <p>জানুয়ারির শেষের দিকে সব পর্যায়ের সব শ্রেণির বই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানান, জেলায় প্রাথমিকে বরাদ্দকৃত বইয়ের সংখ্যা পাঁচ লাখ ৬৬ হাজার ৫৭৬টি। এর মধ্যে এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শতভাগ বই এসেছে। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণির চাহিদার তিন লাখ ১৬১টি বই এখনো আসেনি। তবে মাদরাসা পর্যায়ের বই পেতে আরো এক সপ্তাহ লাগতে পারে।</p>