<p>সারা বিশ্বে চলছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দাও জেঁকে বসেছে। প্রযুক্তি বাজারের ২০২৪ সালটা ছিল মন্দার বছর। প্রযুক্তিপ্রেমীদের নতুন কী চমক দেখাবে ২০২৫ সাল, জানাচ্ছেন আশিক উল বারাত।</p> <p><strong>এনভিডিয়ার নতুন জিপিইউ</strong></p> <p>বছরের শুরুতেই বাজারে আসছে এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের গ্রাফিক কার্ড। এ সপ্তাহে কনজিউমার ইলেকট্রনিকস শো বা সিইএস প্রযুক্তিমেলায় প্রতিষ্ঠানটির কর্ণধার জেনসেন হুয়াং উন্মোচন করবেন আরটিএক্স ৫০০০ সিরিজ। সাধারণত এনভিডিয়া তাদের ফ্ল্যাগশিপ ৯০ সিরিজের কার্ড শুরুতে ঘোষণা করে, এবার ৮০ সিরিজের কার্ডও প্রথমেই উন্মোচিত হবে। গেমারদের জন্য অপেক্ষা করছে বড় দুঃসংবাদ, আরটিএক্স ৫০০০ সিরিজের দাম আগের ৪০০০ সিরিজের চেয়ে অন্তত দেড় গুণ বেশি হবে।</p> <p><strong>স্ন্যাপড্রাগন ৮ এলিট</strong></p> <p>এ বছরের প্রতিটি অ্যানড্রয়েড ফ্ল্যাগশিপেই থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এর মধ্যেই চীনা নির্মাতারা বিভিন্ন মডেলে সেটি ব্যবহার করেছে। বছরের শুরুতে স্যামসাং এস২৫ সিরিজের মাধ্যমে মূলধারার অ্যানড্রয়েড ফোনেও প্রসেসরটির দেখা পাওয়া যাবে। বেশ কিছু প্রযুক্তি সমালোচক এর মধ্যেই ৮ এলিট প্রসেসরের ভূয়সী প্রশংসা করেছে। তাদের পরীক্ষা করা প্রতিটি ফোন আগের ৮ জেন ৩ যুক্ত মডেলের তুলনায় অন্তত ৪০ শতাংশ বেশি ব্যাটারিলাইফ দিয়েছে। গেমিং পারফরম্যান্সও বেড়েছে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ। স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরযুক্ত ফোনের মাধ্যমে মোবাইল গেমিং রে-ট্রেসিং ও আপস্কেলিং প্রযুক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে।</p> <p><strong>ল্যাপটপ বাজার স্থিতিশীল</strong></p> <p>মাইক্রোসফট-কোয়ালকমের যৌথ প্রযোজনায় তৈরি কোপাইলট প্লাস ল্যাপটপ মুখ থুবড়ে পড়েছে গত বছর। নতুন বছরটি হওয়ার কথা ছিল এআইযুক্ত ল্যাপটপের, সেটি সহসা হচ্ছে না। বিশেষজ্ঞদের ধারণা, গতানুগতিক পথেই চলবে নতুন বছরের ল্যাপটপ বাজার। ওলেড ও মিনি এলইডি ডিসপ্লের ব্যবহার বৃদ্ধি পাবে এ বছর। ফলে ব্যবহারকারীরা পাবে আরো ঝকঝকে কালার এবং কনট্রাস্টসমৃদ্ধ ডিসপ্লে। এএমডির নতুন রেডিওন ৮৯০এম জিপিইউযুক্ত ল্যাপটপ প্রসেসরের দেখা এর মধ্যেই মিলেছে, যার গেমিং পারফরম্যান্স প্রায় আরটিএক্স ৪০৬০-এর সমান। ইন্টেলের লুনার লেক সিরিজের প্রসেসরে থাকা বিল্ট-ইন জিপিইউর পারফরম্যান্সও প্রায় কাছাকাছি। অর্থাৎ ব্যবহারকারীরা গেমিংয়ের জন্য বিশেষায়িত<br /> ল্যাপটপ না কিনেও নতুন সব গেম খেলতে পারবে। ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়বে এ বছর।</p> <p><strong>প্রযুক্তির বিরুদ্ধে আইনি লড়াই</strong></p> <p>গুগলের মনোপলির বিরুদ্ধে চলমান মামলাগুলোর রফাদফা হবে এ বছর। ক্রোম ব্রাউজার, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম এবং অ্যাডসেন্স বিজ্ঞাপন প্ল্যাটফরম বিক্রি করে দিতে হতে পারে গুগলের। ক্রোম বিক্রির বিষয়ে রায় হয়েছে গত বছর। এই এপ্রিলে শেষ আপিলের পর কার্যকর হবে সেটি। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম অব্যাহত রাখতে চাইলে মালিকানা রাখতে পারবে না বাইটডান্স। যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, রায়টি তিনি বদল করতে চান। সোশ্যাল মিডিয়ায় আসক্তি সৃষ্টিকারী অ্যালগরিদমের বিরুদ্ধেও ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছে রাজ্যটির সরকার। সব কটি আইন পাস হলে এ বছর প্রযুক্তি দুনিয়ায় হবে বড়সড় ওলটপালট।</p> <p><strong>আইফোনে নতুনত্ব</strong></p> <p>অবশেষে আইফোনের ডিজাইনে নতুনত্ব আসবে এ বছর। সম্ভাবনা আছে এসই সিরিজের বদলে বাজেট আইফোনের নাম হবে আইফোন এয়ার। নতুন মডেলটির সম্ভাব্য মূল্য ৫০০ ডলারের কাছাকাছি। বহুল আলোচিত আইফোন ফোল্ড এ বছর আসার সম্ভাবনা নেই। তবে তার ক্যামেরার ডিজাইন হবে অনেকটা গুগল পিক্সেল সিরিজের মতো, সেটি জানা গেছে। আইফোন ১৭ সিরিজের ডিজাইনেও বড়সড় পরিবর্তন দেখা যাবে না।</p> <p><strong>বাজার কাঁপাবে জিটিএ ৬</strong></p> <p>অবশেষে প্রায় ১২ বছর পর জিটিএ সিরিজের পরবর্তী গেম জিটিএ ৬ প্রকাশিত হওয়ার কথা রয়েছে এ বছর। সিরিজটির জনপ্রিয়তা এতটাই যে নির্মাতা রকস্টারকে বাকি সব গেম নির্মাতারা দিয়েছে আল্টিমেটাম। তারা জিটিএ ৬ প্রকাশের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নিজেদের গেম প্রকাশের বিষয় সিদ্ধান্ত নেবে না। কেননা জিটিএ ৬-এর কাছাকাছি সময় গেম প্রকাশ করলেই সেটি ফ্লপ। শুরুতে শুধু কনসোলেই খেলা যাবে জিটিএ ৬, পিসি গেমারদের অপেক্ষা করতে হবে অন্তত আরো একটি বছর। </p> <p><strong>নিনটেন্ডোর নতুন কনসোল</strong></p> <p><img alt="নতুন বছরের প্রযুক্তি দুনিয়া" height="302" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1.%20january/05-01-2025/kk-12a-05-01-2025.jpg" width="450" /></p> <p>গতবছরও গুঞ্জন ছিল আসছে নিনটেন্ডোর সুইচ ২, অবশেষে এ বছরের প্রথম প্রান্তিকে কনসোলটি উন্মোচিত হতে পারে। বেশ কিছু ফোরামে এর মধ্যেই কনসোলটির মাদারবোর্ডের ছবির দেখা মিলেছে। এবারের কনসোলটিও হাতে বহনযোগ্য। এতে প্রসেসর থাকছে এনভিডিয়ার তৈরি। বরাবরই নিনটেন্ডো গেমপ্লে ডিজাইনের ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে, গ্রাফিকসে নয়। অতএব, সুইচ ২-এর হার্ডওয়্যার প্লে স্টেশন ৫ বা এক্সবক্স সিরিজ এক্সের চেয়ে পিছিয়ে থাকবে। তবু জনপ্রিয়তায় সব সময়ই বাকি দুই নির্মাতার চেয়ে এগিয়ে নিনটেন্ডো, এবারও ব্যতিক্রম হবে না।</p> <p><strong>এআইয়ের পরিধি বাড়বে</strong></p> <p>এর মধ্যেই জেমিনি ২.০ ফ্ল্যাশ পরীক্ষামূলকভাবে চালু করেছে গুগল। জিপিটি ৫ ওরিওন নিয়ে কাজ করছে ওপেনএআই, এ বছরের মধ্যভাগে সেটি বাজারে আসবে। দুটি মডেলই বর্তমানের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি তথ্য বিশ্লেষণ করে উত্তর দিতে সক্ষম। ব্যবহারকারীদের বড় প্রজেক্ট ছোট ছোট প্রম্পটে ভাগ করে এআইকে বুঝিয়ে দিতে হবে না। নতুন মডেলগুলোর পেছনে প্রাতিষ্ঠানিক ব্যয় বাড়বে, দেখার বিষয় ওপেনএআই ও গুগল তাদের সেবাগুলোর মূল্য কতটা বৃদ্ধি করে। এর মধ্যেই চ্যাটজিপিটি এনেছে নতুন ‘প্রো’ প্যাকেজ, যার মূল্য মাসে ২০০ ডলার।</p> <p><strong>একনজরে ২০২৫ সালের বড় সব টেক প্রদর্শনী</strong></p> <p>►  <strong>জানুয়ারি : কনজিউমার</strong> ইলেকট্রনিকস শো (সিইএস) ও স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড। নতুন ফোন, পিসি এবং অন্যান্য প্রযুক্তিপণ্যের দেখা মিলবে। যানবাহন ও টিভি সিইএসের বড় আকর্ষণ। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এস২৫ সিরিজ গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে উন্মোচিত হবে।</p> <p>►  <strong>মার্চ : মোবাইল</strong> ওয়ার্ল্ড কংগ্রেস ও গেম ডেভেলপারস কনফারেন্স (জিডিসি)। অ্যানড্রয়েড ফোন নির্মাতাদের মিলনমেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, নতুন সব ফ্ল্যাগশিপ উন্মোচিত হবে। জিডিসিতে নতুন গেমের ট্রেলার এবং সম্ভাব্য প্রকাশের তারিখ ঘোষণা করে নির্মাতারা।</p> <p>►  <strong>মে : কম্পিউটেক্স</strong> তাইপেই। পিসি ও ল্যাপটপ নির্মাতাদের সবচেয়ে বড় প্রদর্শনীটিতে নির্মাতারা তাদের নতুন সব প্রযুক্তি তুলে ধরে। প্রসেসর, কেসিং ও কুলিং সিস্টেম, র‌্যাম, গ্রাফিক কার্ড ও এসএসডি প্রযুক্তির দেখা মিলবে।</p> <p>►  <strong>জুন : অ্যাপল</strong> ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ও সামার গেম ফেস্ট। অ্যাপল তাদের সব অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অনুষ্ঠানটিতে ঘোষণা করে। সামার গেম ফেস্টে ছোট স্টুডিও এবং স্বাধীন গেম নির্মাতারা তাদের নতুন গেম অথবা ট্রেলার প্রকাশ করে।</p> <p>►  <strong>আগস্ট : ব্ল্যাক</strong> হ্যাট ইউএসএ কনফারেন্স ও গেমসকম। সাইবার নিরাপত্তা অনুরাগীদের সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান ব্ল্যাক হ্যাট ইউএসএ কনফারেন্স। গেমসকমে বেশ কিছু নতুন গেমিং হার্ডওয়্যার ও গেম উন্মোচিত হয়ে থাকে।</p> <p>►  <strong>সেপ্টেম্বর : প্রতিবছর</strong> সেপ্টেম্বরে অ্যাপল নতুন আইফোন উন্মোচন করে, এ বছর আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হতে যাচ্ছে। আইফা বার্লিনে নতুন ল্যাপটপ, ট্যাবলেট এবং বাসায় ব্যবহার্য প্রযুক্তিপণ্যের দেখা মিলবে।</p> <p>►  <strong>অক্টোবর : অক্টোবর</strong> ম্যাক ইভেন্টের মাধ্যমে অ্যাপল নতুন ম্যাকবুক ও ডেস্কটপ ম্যাক উন্মোচন করে। অক্টোবরে সম্ভাবনা আছে এম৫ প্রো ও আলট্রা প্রসেসরযুক্ত ম্যাকবুক উন্মোচনের।</p> <p>►  <strong>ডিসেম্বর : দ্য</strong> গেম অ্যাওয়ার্ডসকে বলা হয় ভিডিও গেমের অস্কার। বছরের সেরা ভিডিও গেম এবং এ সম্পর্কিত মিডিয়াকে দেওয়া হবে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই পুরস্কার।</p>