<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই দিনব্যাপী উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় উপজেলার ২১টি স্কুল-কলেজ ও বিভিন্ন দপ্তরসহ মোট ২৯টি স্টল অংশ নেয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিসিসিআইআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. অহেদুল আকবর। প্রধান অতিথির বক্তব্যে ড. অহেদুল আকবর বলেন, এই অনুষ্ঠান আয়োজনের মূল কারণ হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ সৃষ্টি করা। লাগসই প্রযুক্তির ব্যবহার করা এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন করা।</span></span></span></span></span></p>