<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোংলায় গভীর রাতে বিভিন্ন এলাকায় দেয়ালে লেখা হয়েছে জয় বাংলা স্লোগান। সোমবার (৩০ ডিসেম্বর)  দিবাগত গভীর রাতে মুখোশ পরে কে বা কারা এই স্লোগান লিখেছে। পৌরসভার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা এক যুবক স্প্রে পেইন্ট বোতল দিয়ে এই স্লোগান লিখে দ্রুত সরে পড়ছেন। এমনভাবে কলেজ রোড, বটতলা মন্দির রোড ও মোস্তাফিজ রোডসহ বিভিন্ন এলাকার দেয়ালে গভীর রাতে লেখা হয় জয় বাংলা স্লোগান। হাতের লেখা দেখে স্থানীয় দর্শনার্থীরা বলছেন, এটি ছাত্রলীগই করেছে। এদিকে জয় বাংলা স্লোগানে দেয়াল লিখনের ঘটনার প্রতিবাদে  গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল ও যুবদল। মিছিল শেষে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগই জয় বাংলা লিখেছে। প্রশাসন খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেই দাবি জানাচ্ছি। </span></span></span></span></p>