<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পরিবর্তনের ছোঁয়ায় সারা দেশের মতো বদলে যায় বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন এলাকার দেয়ালের চিত্র। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলেন বিপ্লবী শিক্ষার্থীরা।</p> <p>দেয়ালে লেখা হয় প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাভৃত্ববোধের বহু বার্তা। আঁকা হয় আওয়ামী লীগ ও হাসিনাবিরোধী ছবি। এমন পরিস্থিতিতে হঠাৎ করে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দেখা গেল দেয়ালের ভিন্ন চিত্র।</p> <p>উপজেলা পরিষদ সড়কের পাশে শহীদ মুগ্ধ চত্বরের পূর্ব পাশের দেয়ালে গোপনে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। এ ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা জয় বাংলা স্লোগানটি লিখেছে। তবে কারা এই কাজ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ভুয়া তথ্য প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735894945-16159df1b9b4695c4f877735195c8868.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ভুয়া তথ্য প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/03/1464458" target="_blank"> </a></div> </div> <p>সম্প্রতি জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশের প্রেক্ষাপটে এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় আন্দোলনমুখী ছাত্রসমাজ গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের দাবি প্রকাশ করলেও জয় বাংলা স্লোগান লেখার ঘটনাকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থীরা জানায়, রাতের আঁধারে কোনো অপশক্তি দেয়ালে জয় বাংলা স্লোগান লিখেছে। জয় বাংলা স্লোগান লেখার ঘটনাকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। যারা এই কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ। এদের বিরুদ্ধে সরকারিভাবে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পোড়া সচিবালয়ে কুকুরের দেহ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735893619-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পোড়া সচিবালয়ে কুকুরের দেহ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/03/1464455" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬টি বছর বাংলাদেশকে গুজবে পরিণত করেছে। উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে।</p>