<p>বিপিএল চলাকালে মাঠের বাইরে বিসিবি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে। এমনকি এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফাহিম। তিনি বলেছেন, যদি তার কাজের মধ্যে বাধা আসে, তবে বোর্ডের দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। </p> <p>ফাহিম দাবি করেছেন, ‘বিসিবি সভাপতির কাছে একাধিকবার কাজের স্বাধীনতা না পাওয়ার কারণে তার জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে।’ তিনি বলেন, ‘স্ট্যান্ডিং কমিটি না হওয়ায় দায়িত্ব সঠিকভাবে বণ্টন হচ্ছে না এবং একসাথে কাজ করার পরিবেশ নেই।’ ফাহিম বলেন, ‘আমার অনেক সময় মনে হয়, বোর্ডের বাইরে থেকেও আমি ভালো ভূমিকা রাখতে পারব। বোর্ডে থাকতে হলে আমাকে কাজ করতে দিতে হবে। যদি কাজ না করতে পারি, তাহলে বাইরে থাকাই ভালো।’</p> <p>বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তাকে অপমানিত করেছেন বলে অভিযোগ উঠেছে, যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে ফাহিমকে তীব্র ভাষায় অপদস্থ করা হয়েছে। তবে ফাহিম জানিয়েছেন, তিনি আবার সেই মন্তব্যের পুনরাবৃত্তি করতে চান না, তবে এটি তাকে হতাশ করেছে।</p> <p>‘ইউ অ্যাক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান, আসেন বানায় দিই’—গলা উঁচিয়ে এমন সব উত্তপ্ত বাক্য বলেছেন বোর্ডপ্রধান। সেই খবর কতটা সত্য? এমন প্রশ্নের জবাবে দেশের একটি বেসরকারি টেলিভশনকে ফাহিম বলেন, ‘ও রকম একটা মন্তব্য... আমি স্পেসিফিকভাবে মন্তব্যটা বলতে চাই কী ছিল। সেটা আমাকে খুবই হতাশ করেছে। এটা দিয়ে বোঝা যায় প্রেসিডেন্ট আমাকে সেভাবে গ্রহণ করছেন না।’</p> <p>এ ছাড়া বোর্ড পরিচালকদের স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া এবং তাদের মতামত উপেক্ষা করার অভিযোগও উঠেছে। ফাহিম বলেন, ‘আমরা দুজনই নতুন এসেছি, আমাদের মধ্যে একসাথে কাজ করার যে পরিবেশ, তাতে এমন মন্তব্য সমীচীন নয়।’</p>