<p>রবি এবং সোমবার শীতের তীব্রতা না থাকলেও সপ্তাহের শেষে তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।</p> <p>আবহাওয়াবিদ মুহাম্মদ আব্দুর রহমান খান এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ৭ ও ৮ জানুয়ারি রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঢাকাসহ অন্যান্য অঞ্চলে আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।</p> <p>এ ছাড়া ৮, ৯ এবং ১০ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা কয়েক গুণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার পুরনো ভিডিও ভাইরাল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736070395-ba6b8df6a3c939e57090a6b37f603601.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার পুরনো ভিডিও ভাইরাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/05/1465211" target="_blank"> </a></div> </div> <p>রবিবার এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা পরে বেড়ে ১৭ ডিগ্রি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।</p> <p>আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।</p>