<p>রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আজ রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। </p> <p>জানা গেছে, উপজেলা আড়পাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে আবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল। অন্যদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের আবেদন করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ। এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736071458-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/05/1465223" target="_blank"> </a></div> </div> <p>এর মধ্যে আজ রবিবার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে আড়পাড়া উচ্চ বিদ্যালয় যান। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আহত হয়েছেন ৮ জন।</p> <p>আহতরা হলেন তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবু হোসেন (৩৮), মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রফিকুল ইসলাম ও মানিক হোসেনের অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লোহাগড়ায় কিশোর ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736071185-1aa55138d78c0d4710d039467ed451ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লোহাগড়ায় কিশোর ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/05/1465219" target="_blank"> </a></div> </div> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সভাপতি প্রার্থী প্রভাষক আনোয়ার হোসেন পলাশ ও প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল একে অপরকে দোষারোপ করছেন।</p> <p>আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, ‘উভয়ের বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুজন এক দল করেন। তারা শিক্ষকতা করেন দুই প্রতিষ্ঠানে। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাছাই-বাছাই করে যাকে দিয়ে প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালিত হবে তাকে সভাপতি নির্বাচন করা হবে। এর আগে তারা মারামারি করল, কী করব ভেবে পাচ্ছি না।’</p> <p>বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।’</p>