<p>প্রায় দেড় মাস পর কলেজছাত্র তানভীর শেখ (২২) হত্যামামলার প্রধান আসামি মো. সবুজ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার দুর্গম হরিরামপুর চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে। </p> <p>গ্রেপ্তার সবুজ বেপারী জেলা শহরের বিনোদপুর গ্রামের শহিদ বেপারীর ছেলে। অন্যদিকে নিহত তানভীর একই এলাকার বাবু সিকদারের ছেলে। তিনি জেলা শহরের ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735825749-648bd05c561c0bbd1351e05d48f5d37f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464174" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস পূর্বে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় হত্যার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র তানভীর শেখ। এ ঘটনায় তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে আসামি করে একটি মামলা করেন।</p> <p>এ ঘটনার পরপরই পুলিশ ওই মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি বিনোদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও ৮ নম্বর আসামি নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখকে (৩০) গ্রেপ্তার করে। তবে আত্মগোপনে থাকায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন সবুজ। টানা দেড় মাস তথ্য-প্রযুক্তি ব্যবহার করে থানা পুলিশের সদস্যরা গত বুধবার গভীর রাতে সবুজকে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর দুর্গম হরিরামপুর চর এলাকা থেকে গ্রেপ্তার করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পেছাল প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735820972-0af58a34a54e6a6d8056a3b14d20a851.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পেছাল প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/02/1464151" target="_blank"> </a></div> </div> <p>তানভীরের ভাই আকাশ শেখ জানান, ছাত্রলীগ করলেও তানভীর রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন। ঘটনার কয়েক দিন আগে জেলা শহরের কতিপয় ব্যক্তিদের সঙ্গে তার বিরোধ হয়। ওই বিরোধের জের ধরে দুর্বৃত্তরা বগত ১২ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়িসংলগ্ন চৌরাস্তার বাঁশতলায় শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তানভীরকে মারাত্মকভাবে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুক্তিযোদ্ধার জমি দখলে নিলেন যুবদল নেতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735822781-9d246e40f6d0853dd4f414f4e9c71ba6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুক্তিযোদ্ধার জমি দখলে নিলেন যুবদল নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464160" target="_blank"> </a></div> </div> <p>রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে ওই মামলার প্রধান আসামি ছিলেন আত্মগোপনে। টানা দেড় মাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে সবুজকে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর দুর্গম হরিরামপুর চর এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে রাজবাড়ীতে নিয়ে আসা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।</p>