<p>প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। ‘আরবি ভাষা ও সাহিত্য পাঠে আধুনিক প্রবণতা’ শীর্ষক দুই দিনব্যাপী এ সেমিনারে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ভাষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেবেন।</p> <p>রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়নে সেমিনারটি শুরু হবে। এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপস্থিত থাকবেন। </p> <p>এতে কিনোট স্পিকার হিসেবে থাকবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ। সেমিনারে সভাপতিত্ব করবেন আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। </p> <p>বিকেলের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও বিশেষে অতিথি হিসেবে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শহিদুল ইসলাম উপস্থিত থাকবেন। </p> <p>পরদিন রবিবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক এ সেমিনারের ভার্চুয়াল পর্ব অনুষ্ঠিত হবে।</p>