<p style="text-align:justify">ভোটের অধিকার আদায়ের লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না। দেশে নির্বাচন যত বিলম্বিত হবে, স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।’</p> <p style="text-align:justify">শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর হাই স্কুলে মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, মূল ইস্যু বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে। সব কিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই।</p> <p style="text-align:justify">দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ জমিদার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন রহমান, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব কাজলসহ অন্য নেতারা।</p>