<p>অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।</p> <p>শনিবার (৪ জানুয়ারি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুকে পেজ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। </p> <p>ফেসবুকের ওই পোস্টে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, সহসভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, সোনাগাজী উপজেলা সভাপতি মাহমুদুর রহমান রাসেলসহ বিভিন্ন আইডি ও পেজের কথা উল্লেখ করা হয়।</p> <p>অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ছবি ও ভিডিওতে পাঁচজনকে দেখা গেলেও তারা কেউ সোনাগাজী উপজেলা ছাত্রলীগের ভাইটাল পদে নেই। তারা হলেন তুষার, শাহিন, মিরাজ, রায়হান অনিক।</p> <p>প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে ছাত্রলীগের নেতাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।</p> <p>সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন জানান, সোনাগাজীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে ফেসবুকে দেখেছি। তবে এটা কোথায় করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।</p>