<p>আজ রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে মহড়াস্থল জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।</p> <p>জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সকাল ১১টা ২৫ মিনিট থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টরযোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় আসবেন।</p> <p>তিনি সেনাবাহিনীর মহড়া দেখবেন এবং দুপুরের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। মহড়া শেষে তিনি হেলিকপ্টরেই ঢাকায় ফিরে যাবেন।</p>