<p style="text-align:justify">বেলুনসহ নানা জাতের খেলনার পসরা নিয়ে বিক্রির কাজে বাবাকে সাহায্য করছে ছোট মেয়ে। এমনই এক দৃশ্য দেখা গেল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর রেলগেইট এলাকায়।</p> <p style="text-align:justify">দোকানদার সুমন মিয়া জানান, তিনি আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ায় বাস করেন। পেশায় গাছ কাটার কাজ করলেও অবসরে ভ্রাম্যমাণ দোকান নিয়ে বিভিন্ন জায়গায় বসেন। চিনাইরে একটি সমাবেশ হবে শুনে সেখানে এসেছেন খেলনা বিক্রি করতে।</p> <p style="text-align:justify">তিন মেয়ের জনক সুমন মিয়া জানান, দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। তার ছোট মেয়ে শিমলা, পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে একটি মাদরাসায়। বাবাকে সাহায্য করতে শিমলাও দোকানে এসেছে।</p> <p style="text-align:justify">তিনি আরও জানান, বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। বাবা-মেয়ের এমন উদ্যোগ দেখে আশপাশের লোকজন প্রশংসা করছেন।</p> <p style="text-align:justify"><strong>ছবি ও প্রতিবেদন:</strong> বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া।</p>