<p style="text-align:justify">রাজধানীর ধানমণ্ডি এলাকায় সীমান্ত স্কয়ার শপিং মলে শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটেছে। ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ১৫৯ ভরি সোনা নিতে চোরচক্রের সময় নিয়েছে ৭ মিনিট ২৫ সেকেন্ড।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেই ‘পানামা ফারুক’ই তাহসানের শ্বশুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1736001498-7dd8766a626322140650188234a6cd50.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেই ‘পানামা ফারুক’ই তাহসানের শ্বশুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/04/1464915" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সিসিটিভির ফুটেজে দেখা যায়, দোকানে তালা দিয়ে নামাজে যাচ্ছেন ওই দোকানের বিক্রয়কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসেন ৯ যুবক। তাদের মধ্যে দুজন ছাড়া সবার মুখে ছিল মাস্ক। এরপর একজন একটি চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলেন। আর তখন দুজন চাদরের পেছন দিকে গিয়ে শাটারের তালা কাটেন ও ভেতরে একজন ঢোকেন। বাকি আটজন আশপাশের দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নামে সেসব দোকানের বিক্রয়কর্মীদের ব্যস্ত করে রাখলেন। সাত মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে ১৫৯ ভরি সোনা নিয়ে বেরিয়ে যান চোরচক্রের সদস্যরা।</p> <p style="text-align:justify">পরে এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি মামলা করেন।</p> <p style="text-align:justify">পুলিশ বলছে, দোকান ও মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দুপুর ১টা ১ মিনিটের দিকে ৯ জন লোক দোকানের সামনে ঘোরাফেরা করছে। এর সাত মিনিট পর ব্যাগে ভরে সোনা নিয়ে বেরিয়ে যায়। তাদের দুজন বাদে সবার মুখে মাস্ক ছিল। চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্ত স্কয়ারে স্বর্ণ ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নিচতলায়। এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান রয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোর চক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘোষণাবহির্ভূত সার্জিক্যাল, ওষুধ সামগ্রীসহ কাভার্ড ভ্যান আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1736000340-2cf114e3069648c608df290b47bef0c1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘোষণাবহির্ভূত সার্জিক্যাল, ওষুধ সামগ্রীসহ কাভার্ড ভ্যান আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/04/1464908" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">দোকানের মালিক কাজী আকাশ বলেন, ‘দোকানের শাটারে একটি তালা মেরে জুমার নামাজে যান বিক্রয়কর্মীরা। এই সুযোগে তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সব স্বর্ণ চুরি করে নিয়ে যান তারা।’</p> <p style="text-align:justify">এ বিষয়ে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, ‘সোনার দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।’</p>