<p>সিরিয়া শনিবার এক ঘোষণায় জানিয়েছে, দামেস্কে অবস্থিত দেশটির প্রধান বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে আবারও শুরু হবে। গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এ বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট আসা-যাওয়া বন্ধ ছিল।</p> <p>দেশটির বেসামরিক বিমান চলাচল ও বিমান পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, ‘আমরা ঘোষণা করছি, আগামী মঙ্গলবার থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট আসা-যাওয়া শুরু হবে।’</p> <p>এ ছাড়া তিনি বলেন, ‘আমরা আরব ও আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে আশ্বস্ত করছি, আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দর পুনরুদ্ধারের কাজ আমাদের সহযোগীদের সহায়তায় শুরু করেছি, যাতে তারা আবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লাইট পরিচালনা করতে পারে।’</p> <p>এদিকে আন্তর্জাতিক ত্রাণবাহী বিমান ও বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদল ইতিমধ্যে সিরিয়ায় অবতরণ করছে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও ফের চালু হয়েছে। সিরিয়ান এয়ারলাইনসের একজন কর্মী জানান, দামেস্ক থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফ্লাইট মঙ্গলবার থেকে ফের শুরু হবে। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ করেননি।</p> <p>এ ছাড়া কাতার এয়ারওয়েজ বৃহস্পতিবার ঘোষণা করেছে, প্রায় ১৩ বছর পর তারা সিরিয়ার রাজধানী দামেস্কে ফ্লাইট পরিচালনা শুরু করবে। আগামী মঙ্গলবার থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হবে। এর আগে গত মাসে এক কাতারি কর্মকর্তা জানিয়েছিলেন, দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম ফের শুরু করতে নতুন সিরীয় কর্তৃপক্ষকে সহায়তার প্রস্তাব দিয়েছে দোহা।</p> <p>গত ১৮ ডিসেম্বর দামেস্ক বিমানবন্দর থেকে আলেপ্পোর উদ্দেশে প্রথম ফ্লাইট পরিচালিত হয়। এটি ছিল ৮ ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ফ্লাইট। সাংবাদিকরা সে ঘটনা প্রত্যক্ষ করেছিলেন।</p> <p>সূত্র : এএফপি</p>