<p>সিরাজগঞ্জের বেলকুচির আলোচিত ও সাবেক শ্রমিক লীগ নেতা মোতালেব হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) মাজমের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p>মোতালেব উপজেলার সুবর্ণসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।  </p> <p>বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, মোতালেবের বিরুদ্ধে কুষ্টিয়ার চরমপন্থী দলের সদস্য ফজলু হত্যাসহ মারধরের আরো দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।</p> <p>২০২৩ সালের ১৯ ডিসেম্বর মোতালেবের সুবর্ণসাড়ার নিজ বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ হয়। এতে ফজলু গুরুতর আহত হন। এরপর ঢাকায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলেও মোতালেব এতোদিন গাঢাকা দিয়েছিলেন।</p>