<p>জয়পুরহাটের পাঁচবিবিতে দুই মাটিবাহী মেসি ট্রাক্টরচাপায় সরলা রাণী রায় (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঁশপুর গ্রামে জিয়ার ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>পাঁচবিবি থানার ওসি কাওসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সরলা রাণী উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গুচ্ছ গ্রামের মৃত বিনয় চন্দ্রের স্ত্রী।</p> <p>খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতে লাশ উদ্ধার করে।</p> <p>পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, ‘সরলা রাণী খড়কুটোর বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইটভাটার ইট-মাটি বহনকারী দুটি মেসি ট্রাক্টর প্রতিযোগিতা করে ওভারটেক করার সময় সংর্ঘষ হয়। এতে ওই নারী সড়ক পার হতে গিয়ে মাটিবাহী দুই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।’</p>