ঈদ আসছে। তাই নেতাদের ছবির পাশাপাশি নিজের বিশাল ছবি টানিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছিলেন বিএনপি নেতা। কিন্তু দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়ায় একটি গাছ। শেষে বিলবোর্ডটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির সব ডাল কেটে দিয়েছেন তিনি।
এ নিয়ে শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ওই রাতে বিলবোর্ডটি সরিয়ে নেন বিএনপি নেতা মো. আমির হোসেন।
এর আগে গাছের ডাল কাটার বিষয়টি গণমাধ্যমে আসার পর শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের এ ধরনের বিলবোর্ড অপসারণ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার খন্দকার আব্দুল মুক্তাদির।
আরো পড়ুন
গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা!
এক মিনিট ৩২ সেকেন্ডের সেই ভিডিও বার্তায় ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সিলেটের সর্বস্তরের আমাদের নেতাকর্মীদের প্রতি আমার আকুল আবেদন, সিলেট শহরকে আমরা একটি পরিচ্ছন্ন নগর হিসেবে দেখতে চাই। আমরা এমন কিছু করতে পারি না যেটা বিগত পতিত স্বৈরশাসকদের কাজ ছিল।
যার মাধ্যমে তারা জনগণের মধ্যে বিরক্তি ও বিতৃষ্ণা তৈরি করেছে। আজ ঈদুল ফিতরকে সামনে রেখে যেভাবে সারা শহরে আমার ছবিসংবলিত ব্যানার, পোস্টার, বিলবোর্ড টানানো হয়েছে এটি অত্যান্ত দৃষ্টিকটু এবং শহরের পরিচ্ছন্নতার হানি ঘটিয়েছে।’
সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যেভাবে পতিত স্বৈরাচার বিদায়ের পরে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোরতা প্রদর্শন করেছেন এবং জনমতের প্রতি সর্বোচ্চ সংবেদনশীলতা প্রর্দশন করেছেন, তার সেই নির্দেশ এবং চর্চার প্রতি আনুগত্য দেখিয়ে জনমতের প্রতি সম্মান রেখে দ্রুত আমার ছবিসংবলিত ব্যানার বিলবোর্ডগুলো অপসারণ করে ফেলুন এবং নগরীর পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে সাহায্য করুন। আপনারা যারা দ্রুত এই অনুরোধটি বাস্তবায়ন করবেন তাদের প্রতি আমার অগ্রিম কৃতজ্ঞতা।
’
খন্দকার মুক্তাদিরের এই ভিডিও বার্তার পর রাতেই নগরের নয়াসড়কসহ অনেক স্থানে নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন অপসারণ করতে দেখা গেছে।
এর আগে সিলেট নগরের পনিটুলা ও মদিনা মার্কেট পয়েন্টের মধ্যবর্তী হোটেল গ্র্যান্ড আক্তারের সামনের সড়ক বিভাজনে ঈদ শুভেচ্ছাসংবলিত বিলবোর্ড লাগান সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মো. আমির হোসেন। পরে সামনে থাকা গাছের কারণে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড দৃষ্টিগোচর হতে কিছুটা বাধার সৃষ্টি হলে গত মঙ্গলবার মধ্যরাতে গাছের সব ডাল কেটে ফেলা হয়। বিষয়টি নিয়ে শুক্রবার দৈনিক কালের কণ্ঠের অনলাইনে ‘গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
আরো পড়ুন
জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার
এ ঘটনায় আলোচনা সমালোচনা শুরু হয়।
রাত ১২টা ১৯ মিনিটে ভিডিও বার্তায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার খন্দকার আব্দুল মুক্তাদির দলের নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছাসংবলিত বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণের আহ্বান জানান।