ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৫ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৫ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

পাঁচবিবিতে ২ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
পাঁচবিবিতে ২ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধার
নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি : কালের কণ্ঠ

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই মাটিবাহী মেসি ট্রাক্টরচাপায় সরলা রাণী রায় (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঁশপুর গ্রামে জিয়ার ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সরলা রাণী উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গুচ্ছ গ্রামের মৃত বিনয় চন্দ্রের স্ত্রী।

খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতে লাশ উদ্ধার করে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, ‘সরলা রাণী খড়কুটোর বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইটভাটার ইট-মাটি বহনকারী দুটি মেসি ট্রাক্টর প্রতিযোগিতা করে ওভারটেক করার সময় সংর্ঘষ হয়। এতে ওই নারী সড়ক পার হতে গিয়ে মাটিবাহী দুই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।’

মন্তব্য

সম্পর্কিত খবর

নির্বাচন নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে : রিজভী

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নির্বাচন নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে : রিজভী
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে লুকোচুরি খেলা করছে। একবার বলছে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে, একবার বলে মার্চে, আবার বলছে জুনে হবে—কেন তারা এমন করছে তা আমাদের বোধগম্য নয়।’

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদরাসা মাঠে জুলাইয়ের শহীদ পরিবার এবং হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন
খুলনায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

খুলনায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

 

জামায়াতের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘একটি রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা বিতর্কিত, তারা একাত্তরে অপরাধ করেছে।

তাই একাত্তরের স্মৃতিকে ভুলিয়ে দিতে তারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে।’

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমের অর্থায়নে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্যসচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক ও সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মণ্ডল প্রমুখ।

মন্তব্য

খুলনায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি নেছারিয়া মাদরাসার সামনে বাসের ধাক্কায় মো. রুস্তম আলী হাওলাদার (৮৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন
দাউদকান্দিতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দাউদকান্দিতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

 

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, রাত পৌনে ৯টার দিকে রুস্তম আলী মুজগুন্নি নেছারিয়া মাদরাসার সমানে রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় এনা পরিবহনের একটি বাস খুলনা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগামী ওই বাসের ধাক্কায় তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানেই তার মৃত্যু হয়।
 

শনিবার (২৯ মার্চ) নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য

দাউদকান্দিতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
দাউদকান্দিতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে খাবারের লোভ দেখিয়ে আট বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো. শরীফ হোসেন (৪২) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) তাকে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শরীফ হোসেন উপজেলার মোহাম্মদুপর ইউনিয়নের মলয় গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত বুধবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মলয় গ্রামের মুদি দোকানদার মো. শরীফ হোসেনের দোকানে আট বছর বয়সি শিশু খাবার কিনতে গেলে তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে শরীফ। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা দোকানে এলে শিশুটিকে দোকানে রেখে পালিয়ে যায় সে। পরে স্বজনরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানতে শিশুটির চাচাতো ভাই মুদি দোকানদার মো. শরীফ হোসেনকে আটক করা হয়।

শিশুটি ও তার আত্মীয়-স্বজন ঢাকায় থাকায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তাকে ১৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য

ঈদ শুভেচ্ছার বিলবোর্ড সরিয়ে নিলেন সেই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
ঈদ শুভেচ্ছার বিলবোর্ড সরিয়ে নিলেন সেই বিএনপি নেতা
সংগৃহীত ছবি

ঈদ আসছে। তাই নেতাদের ছবির পাশাপাশি নিজের বিশাল ছবি টানিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছিলেন বিএনপি নেতা। কিন্তু দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়ায় একটি গাছ। শেষে বিলবোর্ডটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির সব ডাল কেটে দিয়েছেন তিনি।

এ নিয়ে শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ওই রাতে বিলবোর্ডটি সরিয়ে নেন বিএনপি নেতা মো. আমির হোসেন। 

এর আগে গাছের ডাল কাটার বিষয়টি গণমাধ্যমে আসার পর শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের এ ধরনের বিলবোর্ড অপসারণ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার খন্দকার আব্দুল মুক্তাদির।

আরো পড়ুন
গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা!

গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা!

 

এক মিনিট ৩২ সেকেন্ডের সেই ভিডিও বার্তায় ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সিলেটের সর্বস্তরের আমাদের নেতাকর্মীদের প্রতি আমার আকুল আবেদন, সিলেট শহরকে আমরা একটি পরিচ্ছন্ন নগর হিসেবে দেখতে চাই। আমরা এমন কিছু করতে পারি না যেটা বিগত পতিত স্বৈরশাসকদের কাজ ছিল।

যার মাধ্যমে তারা জনগণের মধ্যে বিরক্তি ও বিতৃষ্ণা তৈরি করেছে। আজ ঈদুল ফিতরকে সামনে রেখে যেভাবে সারা শহরে আমার ছবিসংবলিত ব্যানার, পোস্টার, বিলবোর্ড টানানো হয়েছে এটি অত্যান্ত দৃষ্টিকটু এবং শহরের পরিচ্ছন্নতার হানি ঘটিয়েছে।’

সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যেভাবে পতিত স্বৈরাচার বিদায়ের পরে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোরতা প্রদর্শন করেছেন এবং জনমতের প্রতি সর্বোচ্চ সংবেদনশীলতা প্রর্দশন করেছেন, তার সেই নির্দেশ এবং চর্চার প্রতি আনুগত্য দেখিয়ে জনমতের প্রতি সম্মান রেখে দ্রুত আমার ছবিসংবলিত ব্যানার বিলবোর্ডগুলো অপসারণ করে ফেলুন এবং নগরীর পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে সাহায্য করুন। আপনারা যারা দ্রুত এই অনুরোধটি বাস্তবায়ন করবেন তাদের প্রতি আমার অগ্রিম কৃতজ্ঞতা।

খন্দকার মুক্তাদিরের এই ভিডিও বার্তার পর রাতেই নগরের নয়াসড়কসহ অনেক স্থানে নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন অপসারণ করতে দেখা গেছে। 

এর আগে সিলেট নগরের পনিটুলা ও মদিনা মার্কেট পয়েন্টের মধ্যবর্তী হোটেল গ্র্যান্ড আক্তারের সামনের সড়ক বিভাজনে ঈদ শুভেচ্ছাসংবলিত বিলবোর্ড লাগান সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মো. আমির হোসেন। পরে সামনে থাকা গাছের কারণে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড দৃষ্টিগোচর হতে কিছুটা বাধার সৃষ্টি হলে গত মঙ্গলবার মধ্যরাতে গাছের সব ডাল কেটে ফেলা হয়। বিষয়টি নিয়ে শুক্রবার দৈনিক কালের কণ্ঠের অনলাইনে ‘গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

আরো পড়ুন
জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার

জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার

 

এ ঘটনায় আলোচনা সমালোচনা শুরু হয়।

রাত ১২টা ১৯ মিনিটে ভিডিও বার্তায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার খন্দকার আব্দুল মুক্তাদির দলের নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছাসংবলিত বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণের আহ্বান জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ