<p style="text-align:justify">কেউ কেউ মুক্তিযুদ্ধকে ৭২ এর সংবিধানের পক্ষে ঢাল বানানোর চালাকি করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।</p> <p style="text-align:justify">আখতার তার পোস্টে বলেন, ‘কিন্তু সত্য হলো বিদ্যমান সংবিধান মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে ধারণ করে না। এই সংবিধান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের রক্ষাকবচ হতে পারেনি। এই সংবিধান আওয়ামী চেতনার মোড়কে আবৃত।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735905552-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/03/1464505" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘অতি ক্ষমতায়ন প্রধানমন্ত্রীকে সাংবিধানিকভাবেই স্বৈরাচারী হবার সুযোগ দিয়ে রেখেছে। নাগরিক অধিকার সংকুচিত হয়ে আছে এতে। সীলগালা করে ফেলা হয়েছে এর প্রায় এক তৃতীয়াংশকেই।’</p> <p style="text-align:justify">আখতার আরো বলেন, ‘সুতরাং ৭১ এর মুক্তিযুদ্ধ এবং চব্বিশের আকাঙ্খাকে ধারণ করতেই নতুন সংবিধান প্রয়োজন। এ জাতি এবার সুযোগ পেয়েছে, কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’</p>